Live Entertainment & Love Lifestyle

Thursday, April 3, 2025
Entertainment

রূপমের গানে এক সাধারণ ছেলের ‘দাবাড়ু’ হওয়ার লড়াই!

সম্প্রতি দাবার জগতে এক নতুন রেকর্ড গড়েছে ভারত। আর সেই খুশীর রেশ থাকতে থাকতেই মুক্তি পেল পথিকৃৎ বসুর নতুন ছবি ‘দাবাড়ু’র টাইটেল ট্র্যাক।

মাত্র ২মিনিট ৪০সেকেন্ডের টাইটেল ট্র্যাকেই ফুটে উঠেছে একজন সাধারণ ছেলের ‘দাবাড়ু’ হয়ে ওঠার জার্নি। গানটি শুনতে শুনতে শুরু হতেই পারে অ্যাড্রিনালিন ক্ষরণ। ‘ক্রোধ, অপমান আর একবুক গ্লানি’ যে এক সাধারণ ছেলের দাবাড়ু হয়ে ওঠার সঙ্গী, গানের মধ্য দিয়েই সে কথা বুঝিয়ে দিয়েছেন কলাকুশলীরা।

বনি চক্রবর্তীর সুরে গানটির কথা লিখেছেন মঙ্গলদীপ চন্দ। গানটি শোনা যাচ্ছে জনপ্রিয় রকসঙ্গীত শিল্পী রূপম ইসলামের কণ্ঠে। তাঁর অসাধারণ গায়কী প্রাণ দিয়েছে গানটির প্রতিটি কথা ও সুরকে। গানটিতে তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছেন বনি চক্রবর্তী এবং তমালকান্তি হালদার। গানটির ব্যাকগ্রাউন্ডে গিটারের দায়িত্বও সামলেছেন তমালকান্তি হালদারই।

গত ১২ই এপ্রিল মুক্তি পেয়েছিল ছবির টিজার। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির প্রথম গানও। দাবা খেলে যে ‘চাকরী’ জোটানো যায় না, বা ইচ্ছে থাকলেই যে ছেলেকে বড় দাবাড়ু তৈরী করা যায় না, এমন কথাই যেন ভেসে আসে সবসময়। এই ‘রাজার খেলা’ যেন কিছুটা অবহেলিতও। উত্তর কলকাতার রক থেকে ‘ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার’ হয়ে ওঠার যাত্রাটা ঠিক কেমন ছিল সূর্যশেখর গাঙ্গুলীর? সে গল্পই আসলে দাবাড়ুর অনুপ্রেরণা।

ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিত চক্রবর্তী, দীপঙ্কর দে, খরাজ মুখোপাধ্যায়, কৌশিক সেন, বিশ্বনাথ বসু, শঙ্কর চক্রবর্তী প্রমুখ তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রী রয়েছেন এই ছবিতে। মুখ্য চরিত্র সূর্যর ভূমিকায় দেখা যাবে অর্ঘ্য বসুরায়কে। সমদর্শী সরকারকে দেখা যাবে ছোট সূর্যর ভূমিকায়।
ছবির চিত্রনাট্য লিখেছেন অরিত্র ব্যানার্জী এবং সংলাপ লিখেছেন অর্পণ গুপ্ত। উইন্ডোজের হাত ধরে পথিকৃৎ বসুর এই নতুন ছবি আসছে আগামী ১০ই মে।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।