দীর্ঘদিন ধরে তিনি অভিনেত্রী হিসেবে মন জয় করে চলেছেন দর্শকদের। তবে অভিনয় তাঁর পেশা হলেও, সেটুকুতেই আবদ্ধ নেই তিনি। মানুষ হোক বা পশু, সকলের জন্যই কাজ করে চলেছেন শ্রীলেখা মিত্র। সম্প্রতি তাঁর ভক্তদের জন্য এল এক সুখবর।
দেশের মানবাধিকার কাউন্সিলের জাতীয় মুখপাত্র হলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই খবর শেয়ার করেছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘আমি জানি এটা আমার প্রাপ্য।’ নিজের পদের সমস্ত কর্তব্য পালন করবেন বলেও সেই পোস্টে জনিয়েছেন তিনি।
এতেই শেষ নয়, মানবাধিকার কাউন্সিলের জাতীয় মুখপাত্রের জুতোয় পা গলিয়েই ‘অমানুষ’দের সাবধান করেছেন অভিনেত্রী। পোস্টে লিখেছেন, ‘অমানুষেরা এবার আমার থেকে সাবধান’ (Inhuman beings Beware of Me NOW)। তবে কেবল আজ বলে নয়, বরাবরই এইধরনের কাজে ঝাঁপিয়ে পড়তে দেখা গিয়েছে তাঁকে।
অভিনয়ের পাশাপাশি যথেষ্ট ‘সোশ্যাল ওয়ার্ক’ করেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। দেশ অথবা রাজ্যের রাজনীতি নিয়ে প্রায়শই বলিষ্ঠ মতামতও রাখেন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। তাঁর জানানো এই সংবাদে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তাঁর শুভাকাঙ্ক্ষীরা। ভক্তেরা তো বটেই, এমনকি তাঁর বন্ধু, অভিনেত্রী বিদিপ্তা চক্রবর্তীও শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে।
বাড়ীর হোক বা বাইরের, না-মানুষদের জন্য বরাবর কাজ করে চলেছেন তিনি। তাদের উপর হয়ে চলা অন্যায়ের প্রতিবাদ করতেও দেখা গিয়েছে তাঁকে। তবে এবার না-মানুষদের পাশাপাশি মানুষদের অধিকাররক্ষার দায়িত্বও তাঁর হাতে। আশা করা যায়, একইভাবে শক্তহাতে একাজের দায়িত্ব সামলাবেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।