Live Entertainment & Love Lifestyle

Entertainment

এবার গৌরব-ঋদ্ধিমার রান্নাঘরে যেতে পারবেন আপনিও! কীভাবে?

গরমকালে রান্নাঘরে যেতে বিরক্তি লাগে সকলেরই। কিন্তু কেমন হত, যদি নিজের তৈরি করা নতুন নতুন রান্না পৌঁছে যেত স্বয়ং গৌরবের মুখে?


শুধুমাত্র মেগা সিরিয়ালের দৌড়েই নয়, রিয়েলিটি শোয়ের দৌড়েও বরাবরই জি বাংলার নাম অন্যতম প্রধান বলেই গণ্য হয়। একের পর এক জনপ্রিয় রিয়েলিটি শো সম্প্রচারিত হয় এই চ্যানেলে, যা দর্শকদের নজর কাড়ে। এবার ‘দাদাগিরি’, ‘সারেগামাপা’, ‘দিদি নাম্বার ওয়ান’, ‘ডান্স বাংলা ডান্স’-এর পর, আরও একটি নতুন রিয়েলিটি শো শুরু হতে চলেছে।

এতদিন দর্শকরা পর্দায় কাজ করতে দেখেছেন জনপ্রিয় এই দম্পতিকে। ভাবছেন তো কারা তাঁরা? তাঁরা আর কেউ নন, সদ্য বাবা-মা হওয়া জুটি অভিনেতা গৌরব চক্রবর্তী এবং তাঁর স্ত্রী জনপ্রিয় অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ।
গৌরব মূলত আমাদের কাছে ব্যোমকেশ এবং ঋদ্ধিমা সত্যবতী পরিচয়ে খ্যাত। এছাড়াও কখনো গৌরবকে নেতিবাচক, আবার কোথাও অত্যন্ত আত্মকেন্দ্রিক চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। ঋদ্ধিমা টেলিভিশনের বিখ্যাত মুখ হলেও মাঝে ছিল তাঁর বিরতি এবং মা হওয়ার একটি সুন্দর জার্নি। বিরতি-শেষে এবার কাজে মন দিয়েছেন দম্পতি।

আচ্ছা কেমন লাগবে বলুন তো, যদি ব্যোমকেশ আর সত্যবতী ওরফে গৌরব এবং ঋদ্ধিমার রান্নাঘরে যেতে পারেন! এবার সেই সুযোগই করে দিচ্ছে জি বাংলা, তার নতুন রিয়েলিটি শো ‘রন্ধনে বন্ধন’-এর মধ্য দিয়ে। টেলিভিশনের পর্দায় আমরা কমবেশি রান্নার অনুষ্ঠান সকলেই লক্ষ্য করেছি। এবার হতে চলেছে রান্নার লড়াই, থাকছেন বিশেষজ্ঞ বিচারকরা।

এছাড়াও এই শো রান্না দিয়ে বেঁধে রাখার প্রচেষ্টা, যেখানে আমরা সঞ্চালক এবং সঞ্চালিকা হিসেবে দেখতে পাবো, গৌরব চট্টোপাধ্যায় ও ঋদ্ধিমা ঘোষকে। রান্নাঘরে কীভাবে স্বামী স্ত্রী একে অপরকে সাহায্য করে রান্না করছেন এবং নিজেদেরকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করছেন, তা দেখা যায় রন্ধনের বন্ধনের প্রোমোতে।

প্রোমো দেখেই দর্শক উন্মাদনায় অস্থির। আগামী ২০শে মে থেকে সোম থেকে শনি প্রতিদিন বিকেল সাড়ে চারটেয় বিভিন্নরকম রান্না এবং নানানরকম নতুন নতুন চমক নিয়ে হাজির হতে চলেছে গৌরব এবং ঋদ্ধিমা। এবার আপনারও সুযোগ থাকছে ঋদ্ধিমার রান্নাঘরে যাওয়ার। ‘রন্ধনে বন্ধন’ দেখার জন্য দর্শককে অবশ্যই নিয়মিত চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।

Author