দৃষ্টিশক্তি হারিয়ে গিয়েছে এক দুর্ঘটনায়। রয়েছে বেশ কিছু মনস্তাত্ত্বিক টানাপোড়েনও। তবুও মনের জোর না হারিয়ে খুনের রহস্যের কিনারা করতে পারবেন সিআইডি অফিসার রুমি?
হইচইয়ের পর্দায় আসতে চলেছে ভিকি জাহেদের নতুন ওয়েবসিরিজ ‘রুমি’। সম্প্রতি মুক্তি পেয়েছে সিরিজটির ট্রেলার। আড়াইমিনিটের ট্রেলারেই বরাবরের মত বাজিমাত করেছেন ভিকি।
এক দুঁদে সিআইডি অফিসার রুমি। মা’কে তিনি হারিয়েছেন এক দুর্ঘটনায়। একটা খুনের কিনারা করার দায়িত্ব তাঁর উপরে। কিন্তু দৃষ্টিশক্তি হারানোর পর থেকেই রুমি দেখতে থাকেন অদ্ভুত সব স্বপ্ন। স্বপ্ন না বলে, সেগুলোকে দুঃস্বপ্ন বলাই হয়ত শ্রেয়। বাস্তবে কোনোদিন না দেখা একটি মেয়েকে প্রায়শই স্বপ্নে দেখতে থাকেন তিনি। কে এই মেয়েটি? কী-ই বা মানে রয়েছে তাঁর এইসব স্বপ্নের? তাঁর মায়ের মৃত্যু কি সত্যিই কোনো দুর্ঘটনা? দৃষ্টিশক্তি হারানো, মানসিকভাবে বিধ্বস্ত এই সিআইডি অফিসার কি পারবেন খুনের রহস্যভেদ করতে?
মূলত বাংলাদেশের অভিনেতা হলেও, এপার বাংলাতেও যথেষ্ট জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। বিশেষত, ‘কারাগার’ দেখার পর থেকে তাঁর অভিনয়ের গুণমুগ্ধ ভক্ত বহু মানুষ। ভিকি জাহেদের এই নতুন ওয়েবসিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করবেন তিনিই। এছাড়াও এই সিরিজে দেখা মিলবে রিকিতা নন্দিনী সীমু, আফিয়া তবস্যুম বর্ণ, শাহদাত হোসেন প্রমুখের। অমিত চ্যাটার্জী থাকছেন এই সিরিজের আবহের দায়িত্বে।
পরিচালনা ছাড়াও এই ওয়েবসিরিজের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লেখার দায়িত্বও ছিল ভিকি জাহেদের কাঁধেই। রহস্য-রোমাঞ্চে ভরপুর, দুর্ধর্ষ এই ওয়েবসিরিজ হইচইয়ের পর্দায় মুক্তি পেতে চলেছে আগামী ১০ই এপ্রিল, ঈদে।