বাংলা কমিকস ভালবাসেন, অথচ রাপ্পাকে চেনেন না, এমন মানুষ মেলাই ভার। পূজাবার্ষিকী হোক বা কমিকসের বই, বাঙালির মনে রাপ্পা বিরাজ করে স্বমহিমায়। আর পাঠকদের খুশী করে পরিচালক মৈনাক ভৌমিকের হাত ধরে সেই রাপ্পা এবার আসছে বড়পর্দায়।
রাপ্পা-স্রষ্টা সুযোগ বন্দ্যোপাধ্যায়ই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জানিয়েছেন এই সংবাদ। জানা গিয়েছে, ‘ফ্রেন্ডস কমিউনিকেশন’-এর তরফে রাপ্পা রায় সিরিজের ‘ফুলস্টপ ডট কম’ এবং ‘স্টোরিলাইন’ – এই দুটো গল্পের স্বত্ত্ব কেনা হয়েছিল আগেই। কিন্তু পরিচালকের নাম তখনো ঠিক হয়নি। সম্ভবত, চলতি বছরের জুন মাসেই ছবির শুটিং শুরু করবেন মৈনাক ভৌমিক।
রাপ্পা রায়, পেশায় সাংবাদিক, নেশায় সত্যসন্ধানী। বেচাল কিছুর খোঁজ পেলেই সে ঝাঁপিয়ে পড়ে রহস্যের সন্ধানে। আর নিজের তাৎক্ষণিক বুদ্ধি খাটিয়ে, সব সমস্যা কাটিয়ে দিব্যি বাঁচিয়ে দেয় কিছু নিরীহ মানুষকে! কখনো সে সঙ্গী হিসেবে পায় বন্ধু টনি-কে। তবে তার এই ‘ডোন্ট কেয়ার’ ভাব পাঠকদের পছন্দ হলেও রাপ্পার বাবার কিন্তু এক্কেবারে না-পসন্দ।
রাপ্পা অ্যান্ড কোং-এর ভূমিকায় অভিনয় করবেন কারা? নির্মাতাদের তরফে সে তথ্য এখনো জানা যায়নি। তবে স্রষ্টা জানিয়েছেন, রাপ্পার ভূমিকায় ঋত্বিক চক্রবর্তী অথবা ঈশান মজুমদারকে তাঁর পছন্দ। তবে নিজের পছন্দ চাপিয়ে না দিয়ে, প্রযোজনা সংস্থা এবং পরিচালকের উপরই এ ভার ছেড়ে দিয়েছেন সুযোগ।
নিজের বাবাকে ভেবেই এ চরিত্র তাঁর সৃষ্টি, একথা স্রষ্টা নিজেই বহুবার জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। সন্তানসম সেই চরিত্রকে বড়পর্দায় আসতে দেখে যে তিনি বেজায় খুশী, সে কি আর বলার অপেক্ষা রাখে!
বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।