Music

Maharaj:এক সুরময় সঙ্গীত সন্ধ্যার আয়োজন করল টিম ‘মহারাজ’

টিম ‘মহারাজ’ এমন একটি মনোমুগ্ধকর সঙ্গীত-সন্ধ্যার আয়োজন করেছে, যেখানে সঙ্গীত পরিচালক নিরুপম দত্তের অসাধারণ কম্পোজিশন প্রদর্শন করা হয়েছে। পাশাপাশি সিনেমাটির পরিচালনাও করেছেন তিনি। রেড হাউসে অনুষ্ঠিত এই ইভেন্টটি ছিল এই সিনেমার সঙ্গীতের সুন্দর যাত্রার একটি সুন্দর সেলিব্রেশন। অনুষ্ঠানে ‘উরি উরি’, ‘খোয়াব’, ‘ভুখ’, ‘ঘোর’-এর মতো গানের লাইভ পারফরম্যান্স দেখানো হয়।


এই মিউজিক্যাল সন্ধ্যার সাক্ষী ছিলেন অমৃতা গগন চক্রবর্তী, শৌর্যদীপ্ত মুখার্জি এবং অন্যান্য সম্মানিত অতিথিসহ চলচ্চিত্রের কলাকুশ্লীরা। প্রখ্যাত গায়ক গৌরব চ্যাটার্জি ওরফে গাবু এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সন্ধ্যার মোহনীয়তা এবং উত্তেজনায় তাঁর সুরেলা কণ্ঠ যোগ করেন।


গায়ক জন পাল এবং মেঘশ্রী পাল ‘ঘোর’ গানটির সুর দিয়েছেন। অমৃতা চক্রবর্তী ‘উরি উরি’ গানটি গেয়েছেন এবং নিরুপম দত্ত নিজেই ‘খোয়াব’, এবং ‘ভুখ’ গানদুটি গেয়েছেন।


‘মহারাজ’ সিনেমার একটি অবিস্মরণীয় সিনেমাটিক যাত্রা এবং সঙ্গীতের সুন্দর যাত্রা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে তুলে ধরা হয়।
ছবির টিম এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এইরকম একটি দুর্দান্ত মিউজিক্যাল লাইনআপ এবং সঙ্গে একটি সম্মানিত কাস্ট, টিম মহারাজের সিনেমাটি একটি সিনেমাটিক আনন্দের প্রতিশ্রুতি দেয় যা বোর্ড জুড়ে দর্শকদের সাথে অনুরণিত হয়।
মুসাফির স্টোরিজ প্রযোজিত ‘মহারাজ’ থিয়েটার এবং মাল্টিপ্লেক্স জুড়ে ২০২৪এর ৩রা মে মুক্তি পেতে চলেছে।

Author

  • Neha Biswas

    কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক পাশ করার পর থেকেই সাংবাদিকতায় আসার ইচ্ছে আরো প্রবল হয়। কলেজে পড়ার পাশাপাশি অ্যাঙ্করিং এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অ্যাঙ্করিং এর জোর দেওয়া হয়। বিনোদনের জগতের বিভিন্ন খবর বলার পাশাপাশি ছোটো ছোটো নিবন্ধও লেখেন তিনি।

    View all posts

Neha Biswas

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক পাশ করার পর থেকেই সাংবাদিকতায় আসার ইচ্ছে আরো প্রবল হয়। কলেজে পড়ার পাশাপাশি অ্যাঙ্করিং এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অ্যাঙ্করিং এর জোর দেওয়া হয়। বিনোদনের জগতের বিভিন্ন খবর বলার পাশাপাশি ছোটো ছোটো নিবন্ধও লেখেন তিনি।