Live Entertainment & Love Lifestyle

Friday, April 4, 2025
Entertainment

অভিনব পদ্ধতিতে চলছে পঞ্চায়েতের প্রচার 

না, পঞ্চায়েত ভোটের প্রচার না! সে এখনো অনেক দেরি। কিন্তু আমাজন প্রাইম ভিডিওর ‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজের নতুন সিজনের রিলিজ ডেট চলে এসেছে। আগামী ২৮শে মে, প্রাইম ভিডিওতে পঞ্চায়েত সিজন ৩ দেখতে পারবে দর্শকরা। 

দীপক কুমার মিশ্রার নির্দেশনায় এই সিরিজে আবার দেখা যাবে পঞ্চায়েত সিরিজের সেই চেনা পরিচিত মুখগুলো। মুখ্য চরিত্রে জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নিনা গুপ্তা, ফাইজাল মালিক, চন্দন রায় ও সনভিকাকে। হিন্দির সাথে সাথে তামিল, তেলেগু, মালায়ালাম, কানাড়া ভাষাতেও মুক্তি পাবে এই সিরিজ। 
গত দুই সিজন ধরে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে সহজ সরল চরিত্রগুলি। তা সে মুখ্য চরিত্র সচিবজি হোক বা একেবারে প্রান্তিক চরিত্র বিনোদ। গল্পের আগাগোড়া প্রায় সকলেরই কমবেশি জানা। ইঞ্জিনিয়ারিং পাশ করে কর্পোরেট জগতের জাঁকজমককে ছাড়িয়ে গল্পের নায়ক আসে পঞ্চায়েত সচিবের চাকরি করতে প্রত্যন্ত গ্রাম ফুলেরাতে। প্রথমে তিনি সেখান থেকে বেরিয়ে যাবার আপ্রাণ চেষ্টা করলেও ধীরে ধীরে ঘটনাচক্রে তিনি ফুলেরার সাথে আর ফুলেরার সহজ সরল মানুষগুলোর সাথে মানসিকভাবে বাঁধা পড়ে যান। পঞ্চায়েত প্রধানের মেয়েকেও তাঁর ভালো লেগে যায়। এ যেন বাংলার অতি পরিচিত ‘তেলেনাপোতা আবিষ্কার’।

গল্পে পঞ্চায়েত প্রধানের বাড়িতে লাউএর গাছ রয়েছে। সচিব প্রধানের বাড়ি গেলেই বা রাঘুবির যাদবের চরিত্র ( প্রাধানের স্বামি )  সচিবের সাথে দেখা করতে এলেই সচিবের ভাগ্যে জোটে লাউ । লাউ এই সিরিজটার সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে গেছে। আসন্ন সিরিজের প্রচারের জন্য এই লাউকেই বেছে নিয়েছে ভাইরাল ফিভারের মার্কেটিং টিম। সম্প্রতি এক ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বাজারের সব কটি লাউয়ের গায়ে সিরিজের নাম আর রিলিজ ডেট লেখা। এই অভিনব মার্কেটিং পদ্ধতি দেখে  উচ্ছ্বসিত পঞ্চায়েত ভক্তরা।

 

Author

  • Soumyajit Patra

    বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি সাহিত্যে স্নাতকোত্তর। ইংরাজির পাশাপাশি ভালবাসা রয়েছে বাংলা সাহিত্যের প্রতিও। দেখার পাশাপাশি অভিনয়ও করেন নাটকে। বিনোদনজগতের বিভিন্ন আকর্ষক বিষয় নিয়ে খবর করেন তিনি।

    View all posts

Soumyajit Patra

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি সাহিত্যে স্নাতকোত্তর। ইংরাজির পাশাপাশি ভালবাসা রয়েছে বাংলা সাহিত্যের প্রতিও। দেখার পাশাপাশি অভিনয়ও করেন নাটকে। বিনোদনজগতের বিভিন্ন আকর্ষক বিষয় নিয়ে খবর করেন তিনি।