সুপারস্টার জিতের নতুন সিনেমা আসছে, এ খবর এখন আর নতুন নয়। বরং ভক্তদের উন্মাদনার একটা নতুন কারণ যোগ হয়েছে গতকাল। জিতের নতুন সিনেমা ‘বুমেরাং’-এর টাইটেল ট্র্যাক মুক্তি পেয়েছে গতকাল।
নীলায়ন চ্যাটার্জীর কথায় ও সুরে গানটি গেয়েছেন শাশ্বত সিং, কার্তিক দাস বাউল এবং শ্যামশ্রী সাহা। জিৎ-রুক্মিণীর নাচের ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে দুর্দান্ত সেট ডিজাইন। বস্কো-সিজারের তত্ত্বাবধানে দুর্দান্ত কোরিওগ্রাফি উপহার দিয়েছেন নির্মাতারা। স্বল্পবসনা তরুণীদলের লাস্যময়ী নৃত্যভঙ্গিমায় মজেছে দর্শকমন্ডলীর মন। তবে এ গানের নির্মাণ নিয়ে দ্বিমত শোনা যাচ্ছে কান পাতলেই।
অনেকের মতে, টাইটেল ট্র্যাক আর আইটেম ট্র্যাকের মিশেলে তৈরী এই গান। তবে গানটি ভালো করে শুনলে বোঝা যায়, গানের কথাগুলি কিন্তু খুব একটা হালকা নয়। তাছাড়া এই ঘরাণার গানে কার্তিক দাস বাউলকে ব্যবহার করাও বেশ নতুনধরনের একটা পদক্ষেপ। জিৎ-রুক্মিণীর রসায়নও বেশ আকর্ষণীয় লেগেছে ভক্তদের। ইতিমধ্যেই লক্ষাধিক মানুষ শুনেছেন এই গান। ট্রেন্ডিংয়ে তিননম্বরে রয়েছে ‘বুমেরাং’-এর টাইটেল ট্র্যাক।
‘Jeetz Filmworks Private Limited’ প্রযোজিত ‘বুমেরাং’ বহুপ্রতীক্ষিত একটি ছবি। কল্পবিজ্ঞান এবং হাস্যরসের মিশেলে তৈরী ছবি ‘বুমেরাং’। এই ছবিতেই প্রথমবারের জন্য জুটি বাঁধতে চলেছেন জিৎ এবং রুক্মিনী মৈত্র। স্বাভাবিকভাবেই, তাঁদের একসঙ্গে বড়পর্দায় দেখার জন্য অত্যন্ত আগ্রহী অনুরাগীরা।
ছবিতে জিৎ এবং রুক্মিণী ছাড়াও দেখা যাবে সৌরভ দাস, দেবচন্দ্রিমা সিংহ রায়, খরাজ মুখার্জী, রজতাভ দত্তের মত অভিনেতা-অভিনেত্রীদের। ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সুগত সিংহ, সেলিম এবং স্বয়ং পরিচালক সৌভিক কুণ্ডু। ছবির অ্যাকশন কোরিওগ্রাফির দায়িত্ব রয়েছে রবি ভার্মার হাতে।
ঈদে মুক্তি পেয়েছিল ছবির ফার্স্টলুক পোস্টার। নববর্ষে মুক্তি পেয়েছে এই ছবির টিজার। জানা গিয়েছে, জুনের সাত তারিখে মুক্তি পেতে চলেছে এই ছবি।
বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।