Abar Rajneeti Trailer: রাজনীতির মঞ্চে দিতিপ্রিয়া, কণীনিকারা

বর্তমানে বাংলা ওটিটি প্ল্যাটফর্মগুলির মধ্যে প্রথম সারিতে নাম থাকে ‘হইচই’ ওটিটি প্ল্যাটফর্ম। সৌরভ চট্টোপাধ্যায় পরিচালিত, বহুল প্রশংসিত ওয়েবসিরিজ ‘রাজনীতি’ মুক্তি পেয়েছিল সেখানেই। খুব শিগগিরই আসতে চলেছে সেই ওয়েবসিরিজের সিক্যোয়েল। গতকাল মুক্তি পেয়েছে ‘আবার রাজনীতি’র ট্রেলার।

‘রাজনীতি’তেই মৃত্যু হয়েছিল রথীন ব্যানার্জীর (কৌশিক গাঙ্গুলী)। তাসত্ত্বেও, সিক্যোয়েলে দেখা যাবে তাঁকে। পাওয়া যাবে রথীন ব্যানার্জীর নিরুদ্দিষ্ট দাদা প্রতিম ব্যানার্জীর ভূমিকায়।

রথীন ব্যানার্জীর মৃত্যুর পর থেকেই রিজপুরের এমপি পদ ছিল শূন্য। উপনির্বাচনের ঘোষণা হওয়ার পর থেকেই, রাজনৈতিক চাপানউতোর বাড়তে শুরু করে রিজপুরে। রথীন ব্যানার্জীর ‘বিধবা’ স্ত্রী, লোকমান্য সেবক দলের নেত্রী মল্লিকা ব্যানার্জীর (কনীনিকা বন্দ্যোপাধ্যায়) মত হেভিওয়েট প্রার্থীর সঙ্গে সমানে সমানে টক্কর দেয় বহুদিনের মৃতপ্রায় দল রিজপুর সমাজতান্ত্রিক পার্টি। এই উপনির্বাচনে তাদের তারকা প্রার্থী, জনপ্রিয় নায়ক জিমি।

শৌনক-রাশির বিয়ে, রাশির গর্ভাবস্থা, সন্ন্যাসীবেশে প্রতিম ব্যানার্জীর প্রত্যাবর্তন, জিমির মত প্রার্থী, জিমি-রাশির সম্পর্ক, পঁচিশ বছর আগে ঘটে যাওয়া মানি মার্কেট স্ক্যাম – সব মিলেমিশে ঘুরিয়ে দেয় রাজনীতির সম্পূর্ণ খেলাটাই। রাশির ‘আসল বাবা’ প্রতিম ব্যানার্জী তার প্রাপ্য রাজনৈতিক মুকুট পাইয়ে দেয় রাশিকে (দিতিপ্রিয়া রায়)। মল্লিকা ব্যানার্জীকে গ্রেপ্তারও করা হয় একাধিক অপরাধের দায়ে। কিন্তু ক্ষমতা কি পোষ মানে রাশির হাতেও?

পরিচালক সৌরভ চক্রবর্তীর মতে, রাজনীতি নিয়ে একটা খুব প্রচলিত প্রবাদ আছে। রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলুখাগড়ার প্রাণ যায়। কিন্তু অনেক সময় রাজায় রাজায় যুদ্ধে রাজারও প্রাণ যায়। রাজাকে রাজা করার পিছনের যে রাজনীতি, যে ষড়যন্ত্র, তার ইতিহাসও কম রক্তাক্ত নয়। তাই ভারতবর্ষের চেনা রাজনৈতিক চিত্রের মতো আমাদের গল্পের রাজ্যেও প্রতি মুহূর্তে পাল্টে যায় রাজনৈতিক আর ব্যক্তিগত সম্পর্কের সমীকরণ।

কৌশিক গাঙ্গুলী, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, দিতিপ্রিয়া রায় ছাড়াও এই সিরিজে দেখা যাবে অর্জুন চক্রবর্তী, শ্যামল চক্রবর্তী, অনিরুদ্ধ গুপ্ত, দেবজ্যোতি রায়চৌধুরী এবং মধুরিমা বসাককে। এছাড়াও, শুভদীপ রায়ের সিনেমাটোগ্রাফি এবং অমিত বসু ও যশ গুপ্তের সঙ্গীত পরিচালনাও এই সিরিজে পাবেন দর্শকেরা।

সৌরভ চক্রবর্তীর সঙ্গে ‘হইচই’-এর সম্পর্ক বহুদিনের। অভিনয়দক্ষতার পাশাপাশি দর্শকদের মনে ছাপ ফেলেছে তাঁর পরিচালকসত্তাও। আগামী ২৪শে মে থেকে ‘হইচই’ ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে এই ওয়েবসিরিজ। তাঁর পরিচালিত অন্যান্য ওয়েবসিরিজের মতই ‘আবার রাজনীতি’ও যে বিপুল জনপ্রিয়তা পাবে, এ আশা করাই যায়।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top