ত্রিকোণ প্রেমের গল্পগুলো ঠিক কেমন হয়! কিছু কিছু সময় কি একটু একতরফা মনখারাপও মিশে থাকে সে গল্পে? আসছে প্রিয়াংকনা শিলাদিত্যের নতুন প্রেমের গান। গানের নাম ‘চল হাতটা ধর’।
তাঁর নিজের লেখা, নিজেরই সুরারোপিত এই গান শোনা যাবে প্রিয়াংকনা শিলাদিত্যর কণ্ঠেই। এই নতুন মিউজিক ভিডিওতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে প্রিয়াংকনা শিলাদিত্য, অভিনেত্রী অঙ্কিতা মজুমদার এবং অভিনেতা ধ্রুবজ্যোতি সরকারকে। পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক সুব্রত শর্মা।
এ পৃথিবীতে ভালবাসা চায় সকলেই। ভালবাসা ছাড়া কোনো মানুষ কি বেঁচে থাকতে পারে! কিন্তু সব ভালবাসার পরিণতি যে এক হয় না! পূর্ণতা না পাওয়া ভালবাসাগুলোর পরিণতি কী! আসলে না পাওয়া জিনিসের প্রতি ভালবাসা, অধিকারবোধ হয়ত একটু বেশীই হয়। কোনোদিন পাওয়া যাবে না জেনেও, পাওয়ার অকারণ আকুলতা কমে না একবিন্দুও। এমন এক ত্রিকোণ প্রেমের গল্পই ফুটে উঠবে এই গানের মিউজিক ভিডিওতে।
পরিচালক সুব্রত শর্মা গানের প্রতিটি পংক্তির অর্থ তুলে ধরেছেন এই মিউজিক ভিডিওয়। মিউজিক ভিডিওটির শ্যুটিং হয়েছে কলকাতা শহরে। অভিনেত্রী, গায়িকা প্রিয়াংকনা শিলাদিত্য জানান, ‘এই গানে আলাদা একটা গল্প দর্শকেরা উপহার পাবেন। গানের প্রতিটি লাইনে মানুষ নিজেকে খুঁজে পাবেন। আশা করছি গানটা দর্শকদের ভালো লাগবে।’ পরিচালক সুব্রত শর্মা জানান, ‘এর আগে নানান ভালোবাসার গান তৈরি হয়েছে। কিন্তু এই গানটার মধ্যে আলাদা একটা ভাবনা রয়েছে। মানুষ নিজেদেরকে রিলেট করতে পারবেন।’
অভিনেতা ধ্রুবজ্যোতি সরকার বলেন, ‘প্রিয়াংকনা আর অঙ্কিতার সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। কলকাতা শহরে নানান জায়গায় শ্যুটিং হয়েছে গানটার। আলাদা একটা ফ্রেশনেস আছে গানটাতে। এটা একটা ভালোবাসার গান। বহুদিন পর এমন একটা গানে কাজ করলাম।’
অন্যদিকে অভিনেত্রী অঙ্কিতা মজুমদার জানান, ‘এই গান তিনজন মানুষের জীবনের গল্প বলবে। পরিচালক সুব্রত শর্মা গানটার গল্প দারুণভাবে সাজিয়েছেন। প্রিয়াংকনার সুরে এই গানটা ভীষণ ভালো লাগছে। দর্শকদের খুব তাড়াতাড়ি উপহার দেব আমরা এই গান।’
প্রযোজক বিশ্বজিৎ পালের প্রযোজনায়, ‘প্রিয়াংকনা অ্যান্ড বিশ্বজিৎ মোশান পিকচার্স’- এর ব্যানারে শীঘ্রই মুক্তি পাবে এই গান
বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।