কলকাতায় শো সুনিধি চৌহানের! টিকিট কাটবেন কীভাবে?
সুনিধি আসছেন কলকাতায়। বড়দিনের আগেই তিলোত্তমাকে তিনি মাতিয়ে তুলবেন তাঁর গানে গানে। তবে তিনি একা নন, তাঁর সঙ্গে মঞ্চ কাঁপাতে আসছেন আরো এক জনপ্রিয় অভিনেত্রী।
‘শিলা কি জওয়ানি’ হোক বা ‘আজ কি রাত’, সুনিধি চৌহানের গানের জনপ্রিয়তা সবসময়েই আকাশছোঁয়া। তাঁর বাঙালি ভক্তদের জন্য এবার রইল সুখবর। বড়দিনের আগেই কলকাতায় পা রাখতে চলেছেন সুনিধি চৌহান।
কলকাতার বুকে তিনি প্রথমবারের জন্য শোনাবেন তাঁর নতুন গান ‘আই অ্যাম হোম’। ‘সেন্টারস্টেজ’ এবং ‘হু’জ নেক্সট’-এর যৌথ উদ্যোগে তৈরী এই গান আর পাঁচটা সাধারণ গানের মত নয়। সুরের সঙ্গে ওতপ্রোতভাবে আবেগ জড়িয়ে রয়েছে এই গানে। যা শুনে মুগ্ধ হবেন শ্রোতারা।
‘আই অ্যাম হোম’ ছাড়াও, ‘ধুম মাচা লে’, ‘কমলি’, ‘ক্রেজি কিয়া রে’, ‘শিলা কি জওয়ানি’র মত নিজের বিখ্যাত কিছু গান গাইবেন সুনিধি। গাইবেন ‘আজ কি রাত’-ও। তবে অনুষ্ঠান জমাতে তাঁকে সঙ্গ দেবেন আরো এক জনপ্রিয় অভিনেত্রী। সুনিধির বলিষ্ঠ কণ্ঠের সঙ্গে তাঁর দুর্দান্ত পারফর্ম্যান্সের মেলবন্ধন মাতাবে দর্শকদের মন। তিনি অভিনেত্রী তামান্না ভাটিয়া।
‘সেন্টারস্টেজ’-এর সম্বুদ্ধ ধর বলেন, ‘সুনিধি চৌহানকে কলকাতায় নিয়ে আসার বিষয়টা আমাদের কাছে খুবই আনন্দের। সুনিধির গলা আর তামান্নার পারফর্ম্যান্স বড়দিনের এই সন্ধ্যেকে করে তুলবে অবিস্মরণীয়।’
বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে, ২৪শে ডিসেম্বর সন্ধ্যা ৭টায় শুরু হবে এই অনুষ্ঠান। তার আগেই ‘insider.in’ থেকে কেটে রাখতে পারেন টিকিট। সুনিধি চৌহানের গানে জমে ওঠা এই দুর্দান্ত অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষা আর মাত্র সামান্য ক’দিনের।