Rom Rom: ‘Crakk’-এর গানে পা মেলালেন বঙ্গকন্যা রুক্মিণী মৈত্র

এর আগে ‘সনক’ ছবির মধ্য দিয়েই তিনি পা রেখেছিলেন বলিউডে। জানা গিয়েছিল, ফের ‘সনক’-নায়ক বিদ্যুৎ জামওয়ালের ছবিতেই একটি গানে অতিথিশিল্পীর ভূমিকায় দেখা যাবে রুক্মিণীকে।

গতকালই মুক্তি পেয়েছিল গানটির টিজার। আজ মুক্তি পেল ‘ক্র্যাক’ ছবির নতুন গান, ‘রম রম’। এই গানেই পা মেলাতে দেখা গেল বঙ্গকন্যাকে। এই মুহূর্তে ‘বিনোদিনী’ এবং ‘টেক্কা’-র শ্যুটিং নিয়ে ব্যস্ত অভিনেত্রী। জানিয়েছিলেন, ‘টেক্কা’র শ্যুটিং চলার মাঝে ভীষণই কম সময়ে গানটি শ্যুট করেছিলেন তিনি। বলিউডের র‍্যাপার এমসি স্কোয়্যার এবং গণেশ আচার্য্যের সঙ্গে কাজ করে ভীষণই খুশী তিনি। যদিও, স্বাভাবিকভাবেই, ‘বিনোদিনী’ এবং ‘টেক্কা’-র দুটি চরিত্রের লুকের থেকে অনেকটাই আলাদা তাঁর এই ছবির লুক।

বিদ্যুতের এই ছবিটির প্রযোজনার দায়িত্বেও রয়েছেন তিনি নিজেই। কাহিনী এবং পরিচালনার দায়িত্বে রয়েছেন আদিত্য দত্ত। ছবির টিজার মুক্তি পেয়েছিল গতবছর ১৯শে ডিসেম্বর। বোঝা গিয়েছিল, অ্যাকশন এবং স্টান্টের দৃশ্যে ভরপুর এই ছবিতে থাকবে অন্যরকম স্পোর্টসদুনিয়ার কাহিনী। মুম্বইয়ের বস্তি থেকে উঠে আসা একজন মানুষ জড়িয়ে পড়ে আন্ডারগ্রাউন্ড স্পোর্টসের দুনিয়ায়। তাঁর স্লোগানই দেখা যায় ছবির নামের নীচে, ‘জিতেগা তো জিয়েগা’! ছবিতে রয়েছেন নোরা ফতেহি, অর্জুন রামপালও।

‘সনক’ ছবিতে কাজ করার পর থেকেই সুসম্পর্ক ছিল বিদ্যুৎ এবং রুক্মিণীর। এই ছবির ‘রম রম’ গানের অতিথিশিল্পী হিসেবে তাই তিনি বেছে নিয়েছিলেন এই বঙ্গকন্যাকেই। এই গানে আলাদা কোনো চরিত্রে নয়, রুক্মিণী মৈত্র হিসেবেই রয়েছেন অভিনেত্রী। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে আগামী ২৩শে ফেব্রুয়ারি।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top