Live Entertainment & Love Lifestyle

Thursday, April 3, 2025
Entertainment

Ajogya Trailer: ‘আমি অযোগ্য’, প্রাক্তনীর সংসারে কী ভূমিকা প্রসেনের!

প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির পঞ্চাশতম ছবি ‘অযোগ্য’ এখন শিরোনামে। কৌশিক গাঙ্গুলী পরিচালিত এই ছবির একটা গান চলে এসেছিল আগেই। গতকাল, ১৭ইমে মুক্তি পেল ছবির ট্রেলার।

প্রায় মিনিটতিনেকের এই ট্রেলারে ফুটে উঠেছে বন্ধুত্ব, সম্পর্ক, ভালবাসার একটুকরো ছবি। পর্ণা (ঋতুপর্ণা সেনগুপ্ত) এবং রক্তিমের (শিলাজিৎ মজুমদার) বৈবাহিক জীবন যেন এখন শৈত্যে মোড়া। চাকরি হারিয়ে অবসাদগ্রস্ত হয়ে পড়া রক্তিমের আলাপ হয় প্রসেনের (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) সঙ্গে।
আগুন এবং রক্তের বিধ্বংসী স্পর্শও রয়েছে এই ছবির ট্রেলার জুড়ে। নেপথ্যে শোনা যায় ‘অযোগ্য আমি’। বোঝাই যাচ্ছে, ভালবাসা এ ছবিতে ধরা দেবে একটু অন্যরকমভাবে। প্রসেন-পর্ণার অসমাপ্ত ‘অযোগ্য’ প্রেমের সমাপ্তির উদ্দেশ্যেই কি পর্ণা-রক্তিমের বৈবাহিক সম্পর্কে সেতু হবে প্রসেন? উত্তর দেবে সুরিন্দর ফিল্মস প্রযোজিত ‘অযোগ্য’।

চিরকালই দর্শকদের পছন্দের তালিকার প্রথম সারিতে থাকে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি। নয় নয় করে, এতদিনে ঊনপঞ্চাশটি ছবিতে জুটি বেঁধে ফেলেছেন তাঁরা। বহু আগেই প্রসেনজিৎ তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বলেছিলেন, চলচ্চিত্রের ইতিহাসে এ ঘটনা প্রথম। কোনো জুটি একসঙ্গে পঞ্চাশতম কাজ করছে, এমন নজির নেই বলেই জানিয়েছিলেন তিনি।

প্রসেনজিৎ, ঋতুপর্ণা, শিলাজিৎ ছাড়াও এই ছবিতে দেখা যেতে চলেছে অম্বরীশ ভট্টাচার্য্য, লিলি চক্রবর্তী, সুদীপ মুখোপাধ্যায়কে। রণজয় ভট্টাচার্য্যের সঙ্গীত পরিচালনায় শ্রেয়া ঘোষালের গাওয়া ‘তুই আমার হ’বি না’ গানটি দর্শকদের মন ছুঁয়েছে ইতিমধ্যেই। তাঁর পরিচালনায় গান শোনা যাবে রূপঙ্করের কণ্ঠেও। অনুপম রায়ের সুরে রূপম ইসলাম ছাড়াও শোনা যাবে ইমন চক্রবর্তী ও শিলাজিৎ মজুমদারের গাওয়া গান। ইন্দ্রদীপ দাশগুপ্তের সুরে গান গাইবেন অরিজিৎ সিং। ‘দৃষ্টিকোণ’, ‘অর্ধাঙ্গিনী’র পর ফের দর্শকদের মন জিততে চলেছেন পরিচালক কৌশিক গাঙ্গুলী। বড়পর্দায় এই ছবি আসতে চলেছে আগামী ৭ই জুন।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।