বিশ্বের সবচেয়ে বড় ফ্যাশন অনুষ্ঠানে শাড়িতে আলিয়া

মেট গালা, নামটা শুনলেই চোখে ভেসে আসে বিখ্যাত বিখ্যাত তারকাদের অদ্ভুত সুন্দর সব পোশাক পরে লাল কার্পেটের ওপর দিয়ে হেঁটে যাওয়া। প্রতি বছরই সারা পৃথিবী জুড়ে লাইম লাইটে থাকে এই অনুষ্ঠান। এ বছরও তার ব্যতিক্রম হল না। আর এবারে মেট গালায় চমকে দিয়েছেন বলিপাড়ার হার্টথ্রব আলিয়া ভাট।

অন্যান্যবারের চেয়ে এবছর মেট গালা একটু আলাদা। এবারে লাল কার্পেটের জায়গায় ছিল সবুজ কার্পেট। মেট গালা পশ্চিমবঙ্গে হলে অনেক বুদ্ধিজীবী এখান থেকেও রাজনৈতিক বিতর্ক টেনে বের করতেন। প্রতি বছর মে মাসের প্রথম সোমবার এই অনুষ্ঠান হয়ে থাকে। অনুদানের টাকা তোলার জন্যই এই অনুষ্ঠান হয়ে থাকে নিউইয়র্ক শহরের ম্যানহাটনের ‘মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টস’-এ।
১৯৪৮ সাল থেকে হয়ে আসছে এই অনুষ্ঠানটি। শুরুর দিকে টিকিট মূল্য ৫০ ডলার থাকলেও এখন তার মূল্য গিয়ে দাঁড়িয়েছে ৭৫,০০০ আমেরিকান ডলার। বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে বড় অনুষ্ঠানগুলির মধ্যে একটা। প্রতি বছর একটি নির্দিষ্ট থিম আগে থেকেই জানিয়ে দেওয়া হয় মেট গালা কর্তৃপক্ষের তরফ থেকে। সেই নির্দিষ্ট ড্রেস কোডের ওপর তৈরি পোশাক পরেই আসতে হয় সমস্ত অংশগ্রহণকারীদের। এবছরের থিম ছিল “সময়ের বাগিচা” (The Garden of Time)।
ভারত থেকে সম্প্রতি সময়ে প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাডুকোন, এবং মহিলা ব্যবসায়ী হিসেবে ইশা আম্বানি মেট গালাতে অংশগ্রহণ করেন। প্রতিবছরের ন্যায় এবছর আলিয়া ভাটের শাড়ি বিশেষ চর্চার বিষয়। শাড়িটি বানিয়েছেন বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখার্জি। চিরন্তন সময়ের কথা ভেবে বানানো হয়েছে শাড়িটি। তার ইনস্টাগ্রাম পোস্টে আলিয়া জানান – “পোশাকটা নিজেই জীবনের একটা অংশ হয়ে উঠেছে। এই শাড়িতে যেমন ঐতিহ্য আছে, তেমন আছে আধুনিকতার ছোঁয়া। আমাদের গৌরবের অতীতের দিকে আমরা তাকিয়েছি ভবিষ্যতে পাড়ি দেওয়ার ইন্ধন জোগাতে। ১৯২০ -র দশকের প্রচলিত গুটির কাজ এবং আরো অনেক প্রান্তিক কুটিরশিল্পের কাজ থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি এই শাড়ি। প্রায় ১৬৩ জন শিল্পীর অক্লান্ত পরিশ্রমে আর প্রায় ১৯৬৫ ঘণ্টার কাজের পর তৈরি হয়েছে এই শাড়ি।” 
তবে কেবল আলিয়া নন। তিনি ছাড়াও হলিউড থেকে জিন্দেয়া, জেনিফার লোপেজ, ক্রিস হ্যামসওয়ার্থ প্রমুখ তারকারাও তাঁদের পোশাক নিয়ে লাইমলাইটে থাকেন। 

Author

  • Soumyajit Patra

    বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি সাহিত্যে স্নাতকোত্তর। ইংরাজির পাশাপাশি ভালবাসা রয়েছে বাংলা সাহিত্যের প্রতিও। দেখার পাশাপাশি অভিনয়ও করেন নাটকে। বিনোদনজগতের বিভিন্ন আকর্ষক বিষয় নিয়ে খবর করেন তিনি।

    View all posts
Scroll to Top