এক দশক পর টলিপাড়ায় প্রত্যাবর্তন অনিরুদ্ধর, সঙ্গে ‘ডিয়ার মা’ জয়া

এক দশক পর অনিরুদ্ধ রায়চৌধুরী বাংলায় ফিরলেন। আসতে চলেছে তাঁর নতুন কাজ “ডিয়ার মা”। ছবিতে মায়ের চরিত্রে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

অনিরুদ্ধ তাঁর প্রথম ছবি “অনুরণন” দিয়ে, দর্শক আর সমালোচকদের ছবির জগতে তাঁর আগমন জানিয়ে দেন। ছবিটি জাতীয় পুরস্কার পায়। তারপর একে একে তিনি “অন্তহীন”, “একটি তারার খোঁজে”, “অপরাজিতা তুমি”, ও “বুনোহাঁস”-এর মত ছবি তৈরি করেন। বুনোহাঁস মুক্তি পেয়েছিল ২০১৪ সালে। আর তারপরেই তিনি উঠে পড়েন বলিউডের ট্রেনে।
এর পর বলিউডে ২০১৬ তে অমিতাভ বচ্চনকে সঙ্গে নিয়ে “পিংক” ছবিটি বানান। ২০২৩ সালে জি ফাইভ অরিজিনালস থেকে মুক্তি পায় তার আরও দুটি ছবি “লস্ট” এবং পঙ্কজ ত্রিপাঠির সাথে “কড়ক সিং”। দুটো ছবিই থ্রিলার ঘরানার। যেটুকু শোনা গিয়েছে, “ডিয়ার মা” ছবিতেও থ্রিলারের উপাদান থাকবে।
কিছু কিছু গল্প নিজের ভাষা ছাড়া বলতে ভালো লাগে না, এটাই বাংলায় ফিরে আসার কারণ হিসেবে জানিয়েছেন নির্দেশক। ভবিষ্যতে তিনি বাংলা, হিন্দি দুই ভাষাতেই কাজ করতে চান। আজকালকার অণু পরিবারের মধ্যেকার জটিল সম্পর্ককে তুলে ধরবে এই ছবি। তা সে বাবা-মায়ের সাথে বাচ্চার সম্পর্কই হোক, বা স্বামী – স্ত্রীর সম্পর্ক, সবেতেই বিভিন্ন মোড়, ভালবাসা, আবেগকে তুলে ধরবে “ডিয়ার মা”।
ছবির কাস্টিং খুবই আকর্ষণীয়। মায়ের চরিত্রে থাকছেন দুই বাংলার অতিপরিচিত মুখ জয়া আহসান। এরকম গল্প এর আগে বাংলা ছবিতে বলা হয়নি বলে জানান জয়া। একরম চরিত্রও তাঁর প্রথম। অনিরুদ্ধের হাত ধরেই ‘“কড়ক সিং”  ছবির মাধ্যমে জয়া বলিউডে পদার্পণ করেন। সাথে দেখা যাবে চন্দন রায় সান্যাল, শ্বাশত চট্টোপাধ্যায়কে, একজন শিক্ষকের চরিত্রে দেখা যাবে ধৃতিমান চট্টোপাধ্যায়কে। তামিল ও মালায়ালাম ছবির অভিনেত্রী পদ্মপ্রিয়া এবং হিন্দি ছবির অভিনেত্রী অনুভা ফতেপুরিয়াকেও দেখা যাবে এই ছবিতে। চলতি বছরের মে মাস থেকেই ছবির শ্যুটিং শুরু হতে চলেছে। ছবির স্টার কাস্ট দেখে অত্যন্ত উৎসাহিত দর্শকরা।

Author

  • Soumyajit Patra

    বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি সাহিত্যে স্নাতকোত্তর। ইংরাজির পাশাপাশি ভালবাসা রয়েছে বাংলা সাহিত্যের প্রতিও। দেখার পাশাপাশি অভিনয়ও করেন নাটকে। বিনোদনজগতের বিভিন্ন আকর্ষক বিষয় নিয়ে খবর করেন তিনি।

Scroll to Top