Entertainment

সমিধের গলায় ‘পাকিজা ইশক’, আসছে মিউজিক ভিডিও

গানের জগতে সমিধের জনপ্রিয়তা বরাবরই যথেষ্ট বেশী। তবে এবার ভক্তদের জন্য নতুন এক চমক আনতে চলেছেন তিনি। রকস্টার শিল্পী সমিধ মুখার্জীর কণ্ঠে আসছে এক নতুন ভালবাসার গান। শ্যুট হয়েছে তার মিউজিক ভিডিও-ও।

সমিধের গাওয়া এই নতুন গানের নাম ‘পাকিজা ইশক্‌’। এই গানে সুরও দিয়েছেন তিনিই। মিউজিক ভিডিও পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক ঋষি রায়চৌধুরী। পুরোপুরি ভিন্নধরনের এই গানটির মিউজিক ভিডিওতে ফুটে উঠবে এক অন্যরকম ভালবাসার গল্প।
পুরো মিউজিক ভিডিওটিই শ্যুট করা হয়েছে বারাণসীতে। ভিডিওতে অভিনয় করেছেন জনপ্রিয় স্যান্ডি ও নবাগতা দামিনী মন্ডল। একেবারে অন্যরকমভাবে এখানে ধরা দেবেন স্যান্ডি। সমিধের সঙ্গে যুগ্মভাবে এই গানটি গেয়েছেন উর্বী। গানের শ্যুটিং শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সম্প্রতি মুক্তি পেয়েছে তার প্রথম ঝলক।

শিল্পী সমিধ মুখার্জী বলেন, ‘এই ধরনের গান এর আগে তেমন হয়নি। পুরোপুরি ফ্রেশ একটা সুর, যেখানে ফ্রেশ একটা জুটিকে দেখা যাবে। আশা করছি দর্শকদের ভালো লাগবে গানটা।’
একই আত্মবিশ্বাস শোনা গিয়েছে পরিচালক ঋষি রায়চৌধুরীর গলাতেও। তিনি জানান, ‘আমাদের এই গানের সবচেয়ে বড় চরিত্র হল বারাণসী শহরটা। আমরা তেমন কোনো আলো ব্যবহার করিনি শ্যুটিংয়ে। দারুণভাবে এই শহরটাকে দেখানো হয়েছে পুরো গান জুড়ে। সঙ্গে সমিধদার মিউজিক, স্যান্ডি-দামিনীর জুটি। আশা করছি নতুনধরনের গান উপহার পাবেন দর্শকরা।’

গতবছরেও একটি ডান্স ট্র্যাকের জন্য একসঙ্গে কাজ করেছিলেন ঋষি রায়চৌধুরী এবং সমিধ মুখার্জী। সেই গানের অংশ হিসেবে ছিলেন উর্বীও। সেই গানে অভিনেত্রী সোনামা ঘোষের সঙ্গে কাজ করেছিলেন তাঁরা। শ্রোতারা বেশ পছন্দও করেছিলেন সেই গান। তবে এই গানটি তার চেয়ে একেবারেই আলাদা।
আশা করা যায়, নতুন জুটি স্যান্ডি-দামিনীর রসায়ন দর্শকদের কাছে যথেষ্ট জনপ্রিয় হবে। প্রযোজক সুব্রত মন্ডলের প্রযোজনায় এই গান মুক্তি পেতে চলেছে আগামী মাসে।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।