Anjana Bhowmick: প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক

চলচ্চিত্রজগতের দুঃসময় যেন আর শেষই হতে চাইছে না। শ্রীলা মজুমদারের মৃত্যুর পর ফের নক্ষত্রপতন চলচ্চিত্রজগতে। ৭৯ বছর বয়সে প্রয়াত হলেন অভিনেত্রী অঞ্জনা ভৌমিক, সম্পর্কে যিনি আবার নীলাঞ্জনা সেনগুপ্তের মা, অভিনেতা যীশু সেনগুপ্তের শাশুড়িমা।

মাত্র ২০ বছর বয়সে টলিউড ইন্ডাস্ট্রিতে পদার্পণ করেন অভিনেত্রী। প্রথমজীবনে অবশ্য অভিনেত্রীর নাম ছিল আরতি ভৌমিক। আরো অনেক অভিনেত্রীর মতই প্রথম ছবি মুক্তির আগে নাম পরিবর্তিত হয় তাঁর। অল্পদিনের মধ্যেই তিনি জয় করেছিলেন বাঙালী দর্শকের মন। উত্তমকুমারের সঙ্গে জুটি বেঁধে করেছেন একাধিক ছবি। কেরিয়ারের অধিকাংশ ছবিই তিনি করেছিলেন মহানায়কের সঙ্গে। যদিও বিয়ের পর থেকে ধীরে ধীরে অভিনয়জগত থেকে দূরে সরতে থাকেন তিনি। ‘থানা থেকে আসছি’, ‘চৌরঙ্গী’, ‘নায়িকা সংবাদ’, ‘কখনও মেঘ’, ‘মহাশ্বেতা’ প্রভৃতি ছবিতে প্রশংসিত হয়েছিল তাঁর অভিনয়।

অরিন্দম শীল, সৃজিত মুখোপাধ্যায় টলিউড ইন্ড্রাস্ট্রির প্রমুখ ব্যক্তিত্ব তাঁকে শেষবারের মত দেখতে হাসপাতালে এসেছেন। হাসপাতালেই রয়েছেন যীশু-নীলাঞ্জনাও।

বহু বছর ধরেই অন্তরালে ছিলেন অভিনেত্রী। গতকাল, শুক্রবার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। শনিবার সকালেই মৃত্যু হয় তাঁর। স্বর্ণযুগের আরো এক অভিনেত্রীর প্রয়াণে স্বাভাবিকভাবেই শোক নেমে এসেছে টলিপাড়ায়।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

Scroll to Top