Live Entertainment & Love Lifestyle

Friday, April 4, 2025
Entertainment

দারুণ সাড়া অ্যানাউন্সমেন্টেই, পরদিনই প্রকাশ্যে ‘অথৈ’-এর পোস্টার

শেক্সপিয়রের ক্লাসিক কাহিনী ‘ওথেলো’ এবার বড়পর্দায় আসতে চলেছে ‘জিও স্টুডিয়োজ’ এবং ‘SVF’-এর যৌথ উদ্যোগে। অর্ণ মুখোপাধ্যায়ের পরিচালনায় ভারতীয় প্রেক্ষাপটে তৈরী হয়েছে এই ছবি। গতকাল বিকেলে মুক্তি পেয়েছিল ছবির অ্যানাউন্সমেন্ট ভিডিও। আর তার পরেই আরেক সুখবর দিলেন নির্মাতারা।

জানা গিয়েছে, এক বিকেলের মধ্যেই দুর্দান্ত সাড়া মিলেছে সেই অ্যানাউন্সমেন্ট ভিডিওতে। আর সেজন্য, আজ সকালেই মুক্তি পেয়েছে ছবির পোস্টার।
আনুমানিক ১৬০৩ সালে লেখা একটা নাটক, অথচ অদ্ভুতভাবে সমান প্রাসঙ্গিক আজও। ওথেলো, ডেসডিমোনা এবং ইয়াগোর চরিত্র তিনটিকে কেন্দ্র করে আবর্তিত এই নাটক। ওথেলো-ডেসডিমোনার অসম প্রেমকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছিল ঈর্ষান্বিত ইয়াগো। এই নাটকটিকে নিয়েই ভারতীয় প্রেক্ষাপটে বেশ কিছু বছর আগে একটি বাংলা নাটক প্রযোজনা করেছিল ‘নটধা’ নাট্যদল। নাম ছিল ‘অথৈ’। বহুচর্চিত এবং বহুল প্রশংসিত সেই ‘অথৈ’ এবার আসছে বড়পর্দায়।
ছবিতে ড. অথৈ লোধার (ওথেলো) চরিত্রে অভিনয় করছেন অভিনেতা অর্ণ মুখোপাধ্যায়। ডেসডিমোনার বাংলায় রূপান্তরিত নাম দিয়ামোনা, এবং ইয়াগোর চরিত্রটির নাম ছবিতে রাখা হয়েছে গোগো। দিয়ামোনার চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলবেন অভিনেত্রী সোহিনী সরকার। গোগোর চরিত্রে দেখা যাবে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য্যকে। তাছাড়া ছবির সৃজনশীল পরিচালকের দায়িত্বও পালন করছেন অনির্বাণ।
অনির্বাণ জানান, ‘অথৈ ছবিতে নাটকটার একটা অন্যরকম, নতুন দিক তুলে ধরা হবে দর্শকদের কাছে। মানুষের আবেগ, মনস্তত্ত্ব – এগুলোও পাবেন দর্শক।’ সোহিনী বলেন, ‘দিয়ার চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা অত্যন্ত ভাল। শক্তি আর দুর্বলতার সংমিশ্রণে তৈরী এই চরিত্রটা। আমার মনে হয় দর্শকেরা কানেক্ট করতে পারবেন।’
পরিচালক অর্ণ মুখোপাধ্যায় বলেন, ‘অথৈ’কে ফের জীবন্ত করে তোলার কাজটা ভালবাসার কাজ। প্রজন্মের পর প্রজন্মের মানুষ এই কাহিনীটাকে ভালবেসেছেন। আমরা শেক্সপীয়রের লেখার মূলভাবটা রাখার সঙ্গে সঙ্গে সাম্প্রতিককালের কিছু বিষয় যোগ করেছি।’
ভালবাসা, প্ররোচনা, সন্দেহ, বিশ্বাসঘাতকতা – সব মিলিয়ে ‘অথৈ’ মুগ্ধ করতে চলেছে দর্শকদের। মঞ্চে এই নাটক অনেকেই দেখেছেন একাধিকবার। রুপোলী পর্দায় এই ছবি মুক্তি পেতে চলেছে আগামী ১৪ই জুন।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।