Basanta Ese Geche Trailer: ‘ছোটরানী’কে ঘিরে ‘রাজা-রানী’র দ্বন্দ্ব!

‘হংসেশ্বরী’ উপন্যাসে কিছুটা এমনই অদ্ভুত মনস্তত্ত্বের কথা বলেছিলেন নারায়ণ সান্যাল। তবে মনের সেই জটিল অলিগলির ভিতরে ঢুকে এক নতুনধাঁচের ওয়েবসিরিজ বানাতে চলেছেন অভিমন্যু মুখোপাধ্যায়। আড্ডাটাইমস ওটিটি প্ল্যাটফর্মে আসছে তাঁর নতুন ওয়েবসিরিজ ‘বসন্ত এসে গেছে’।

ওয়েবসিরিজের ট্রেলার মুক্তি পেল আজ, ৬ই মে সকালবেলায়। ট্রেলারের নেপথ্যে শোনা যাচ্ছে ভাষ্য। সুখী দাম্পত্যজীবন নিশান (অর্পণ ঘোষাল) ও চন্দ্রিমার (স্বস্তিকা দত্ত)। তাদেরকে ‘রাজা-রানী’ বলে চিহ্নিত করা হয়েছে ট্রেলারে। চন্দ্রিমার অসুস্থতার ফাঁক গলে, কিছুটা তার প্ররোচনাতেই ‘রাজা-রানী’র গল্পে ঢোকে ‘ছোটরানী’ অর্থাৎ নিশানের ছাত্রী তিয়াশা (সাক্ষী সাহা)।

অথচ বেনামী চিঠি, অচেনা পারফিউমের গন্ধের মত কিছু বিষয় চন্দ্রিমাকে বের করে আনে এই সর্বনাশা খেলার নেশা থেকে। এই অদ্ভুত ত্রিকোণ সমীকরণ ঠিক কীভাবে বদলে দেবে তাদের তিনজনের জীবন? সব খেলার শেষ কি হবে রক্ত দিয়েই?

অন্য ওটিটি প্ল্যাটফর্মে একসঙ্গে কাজ করলেও, এই প্রথম আড্ডাটাইমসের হাত ধরে জুটি বাঁধবেন অর্পণ-স্বস্তিকা। এই সিরিজে এক অন্যরকম রসায়ন দেখা যাবে তাঁদের মধ্যে। অনেক জায়গাতেই গৃহবধূর চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা। তবে তাঁর মতে এই সিরিজে তাঁর চরিত্রটা বেশ জটিল।

এর আগে অভিনেতা অর্পণ ঘোষালও জানিয়েছিলেন, ‘বসন্ত এসে গেছে’ ওয়েবসিরিজে তাঁর কাজ করার অভিজ্ঞতা খুবই ভাল। পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের মতে, ‘বসন্ত এসে গেছে বেশ জটিল একটা ভালবাসার গল্প। কারণ, প্রতিটি চরিত্রেই বহু শেড রয়েছে।’
সুরিন্দর ফিল্মস প্রযোজিত এই সিরিজটির কাহিনী, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন সুদীপ দাস। ওয়েবসিরিজের গানের দায়িত্বে রয়েছেন জনপ্রিয় স্যাভি। আগামী ২৪শে মে মুক্তি পেতে চলেছে বহুপ্রতীক্ষিত এই সিরিজ।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top