ফিরছে বনশালী-রণবীর জুটি, সঙ্গে আরো দুই জনপ্রিয় তারকা

হিন্দি ছবির সম্পর্কে যাঁরা একটু-আধটুও খোঁজ রাখেন, সঞ্জয় লীলা বনশালী তাঁদের কাছে বেশ বড় একটা নাম। গতকালই তাঁর প্রযোজনা সংস্থার অফিসিয়াল পেজ থেকে জানানো হয়েছে এক অসাধারণ খবর।

‘Bhansali Production’-এর অফিসিয়াল পেজে যে পোস্টটি করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, ‘Love & War’-এ একইসঙ্গে দেখা যাবে তিন জনপ্রিয় তারকা, রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশলকে। তবে মনে করা হচ্ছে, আগামী ছবির নাম এখনও ঠিক করেননি বনশালী। সম্ভবত, তাঁর ছবির মূল থিম বোঝাতেই ব্যবহার করেছেন এই শব্দবন্ধ।

২০০৭ সালে সঞ্জয় লীলা বনশালীর ছবিতেই প্রথম দেখা গিয়েছিল রণবীর কাপুরকে। যদিও ভাগ্যের ফেরে, একইদিনে মুক্তি পাওয়া ‘ওম শান্তি ওম’ ঝড়ে, সাফল্যের মুখ দেখেনি সেই ছবি। কিন্তু ইন্ডাস্ট্রি বুঝেছিল, বনশালীর চোখ চিনেছিল খঁটি হিরেকেই। ২০০৯ সাল থেকে কাজ করেছেন একের পর এক, সেরা অভিনেতার পুরস্কারও পেয়েছেন পরপর দু’বার (Rockstar, Barfi)। কাজ করেছেন ভিকি কৌশল (Sanju), আলিয়া ভাটের (Brahmastra) সঙ্গেও। কিন্তু বনশালীর সঙ্গে তাঁর দ্বিতীয়বার কাজ করার সুযোগ হয়নি দেড়-দশকেরও বেশী সময়।

অবশ্য ৬৯তম ‘ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে পাঁচটি পুরস্কার জেতা ‘Gangubai’তে আলিয়ার সঙ্গে বনশালী কাজ করেছেন সম্প্রতি। রণবীরের পাশাপাশি আলিয়া কাজ করেছেন ভিকি কৌশলের সঙ্গেও। মেঘনা গুলজারের ছবি ‘Raazi’তে একসঙ্গে কাজ করেন তাঁরা। তবে ২০১৫-তে লিড অ্যাক্টিংয়ে (Masaan) কেরিয়ার শুরু করে পরপর বেশ কিছু কাজ করলেও, বনশালীর সঙ্গে ভিকির কাজ এই প্রথম।

কিন্তু কেবলই কি কাজের পরিসংখ্যান? উঁহু! নাম তিনটে দেখে দর্শক-ভক্তদের মনে জেগেছে কৌতুক। রণবীরের প্রাক্তনীকে বিয়ে করেছেন ভিকি, রণবীরও বিয়ে করেছেন আলিয়াকে। বনশালীর এই কাস্টিং দেখে কেউ কেউ বলছেন, কেবল ক্যাটরিনা এলেই ষোলোকলা পূর্ণ হয় আর কি!

তবে এসবই নিছক কৌতুক। নতুন ছবির জন্য শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা। বনশালীর প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ছবিটি মুক্তি পাবে আগামী বছর, অর্থাৎ ২০২৫ সালের ক্রিসমাসে। বোঝাই যাচ্ছে, ২০২৫ সালের বড়দিন বেশ বড় করেই কাটবে চলচ্চিত্রপ্রেমীদের।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top