Live Entertainment & Love Lifestyle

Thursday, April 3, 2025
Entertainment

Bohurupi: ‘রক্তবীজ’-এর পর ফের পুজোয় ছবি ‘শিবু-নন্দিতা’র

গত পুজোয় পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় দর্শকদের উপহার দিয়েছিলেন ‘রক্তবীজ’-এর মত ছবি। সেই ছবিতে নিজেদের জঁরের বাইরে পা রেখেছিলেন তাঁরা। চলতি বছরের পুজোতেও নতুন ছবি আনতে চলেছেন পরিচালকদ্বয়। সম্প্রতি মুক্তি পেল সেই ছবির ফার্স্টলুক পোস্টার।

পোস্টার শেয়ার করে ‘উইন্ডোজ প্রযোজনা সংস্থা’র পক্ষ থেকে ক্যাপশনে লেখা হয়েছে, ‘খিচাক দম, খিচাক দম/ মাথামোটা কি দ্যাশে কম?/ গলায় হিচকি, নাকে অম্বল/ পেয়াদা ফেলে চোখের জল/ খেয়ে গোগ্রাস ভাতে ফ্যানে/ ল্যাজ তুলে খুঁজবি ক্যানে/ গ্যাঙর গ্যাং, ঘ্যাঙর ঘ্যাং/ মিলবে এবার বহুরূপীর ল্যাং’। ছড়ার সঙ্গে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, একটি বহুরঙা চোখকে। জানা গিয়েছে, ছবিতে দেখা মিলতে চলেছে আবির চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে।

ছবির কাজ এখন শুরু হলেও, ২০১১ সাল থেকেই পরিকল্পনা চলছে এই ছবি তৈরীর। জানা গিয়েছে, প্রায় ৪০দিন ধরে চলবে ছবির শ্যুটিং। ছবির প্রেক্ষাপট ১৯৯৮ থেকে ২০০৩-’০৫ সালের মধ্যে। বাংলায় ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা অবলম্বনেই তৈরী হয়েছে এই ছবি। শিবপ্রসাদ-নন্দিতার এর আগের ছবি ‘রক্তবীজ’-ও সত্য ঘটনা অবলম্বনেই তৈরী হয়েছিল। সেই ছবিতেও মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল আবিরকে। কেবল যথেষ্ট জনপ্রিয় নয়, ব্লকবাস্টার হিট হয়েছিল সেই ছবি।

পরিচালক জানিয়েছেন, ‘ভীষণভাবে সত্যনির্ভর এই ছবি। এই ঘটনার সঙ্গে যুক্ত চরিত্ররা এখনও বেঁচে রয়েছেন। তাঁরা ছবির সঙ্গে ভীষণভাবে যুক্ত। তাঁরা জবানবন্দিও দিয়েছেন, ছবিটা করার জন্য।’ ছবিটার সঙ্গে একই বিষয় নিয়ে একটি তথ্যচিত্রও তৈরী করতে চলেছেন তাঁরা। এই ছবিটি ছাড়া ‘আমার বস’ ছবির কাজ শেষ করেছেন তাঁরা। সেই ছবিতে রাখী গুলজারের সঙ্গে কাজ করেছেন তাঁরা।

তবে এই ছবির সঙ্গেই এবার পুজোয় মুক্তি পেতে চলেছে সৃজিত মুখার্জী পরিচালিত, দেব-অভিনীত ‘টেক্কা’। সেই ছবিকে শিবু-নন্দিতার এই বিগ-বাজেট ছবি ‘টেক্কা’ দিতে পারে কিনা, সেটাই এখন দেখার।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।