CABARET: এবার মিস এলিনার নাচের নেশায় মাতবে শহর! সাথে থাকবে “সত্যম” ম্যাজিক!

সময়টা ছয়-সাতের দশক। কলকাতার নাইটক্লাব মুগ্ধ হত একজনের নাচের নেশায়। তিনি মিস শেফালী, কলকাতার ক্যাবারে কুইন। আর এবার, তেমনই ছয়-সাতের দশকেরই এক ক্যাবারে ডান্সার, ‘ক্যাবারে কুইন’ হয়ে ওঠা যার স্বপ্ন, সেই মিস এলিনার গল্প নিয়ে ‘আড্ডাটাইমস’ আনছে উৎসব মুখার্জীর নতুন সিরিজ় ‘ক্যাবারে’। গত ২রা জানুয়ারি সিরিজ়ের ফার্স্ট লুক প্রকাশ করেছে তারা।

প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা একটা মেয়ে, সেই পুরোনো কলকাতার বুকে, কীভাবে হয়ে উঠল একজন ক্যাবারে ডান্সার, সে গল্পই থাকবে এই সিরিজ়ে। থাকবে এক নকশালপন্থী জঙ্গি স্বরূপের সঙ্গে তাঁর অন্যরকম ভালবাসার গল্পও। থাকবে পরিবার, প্রতিশোধ, শ্রেণী সংগ্রাম, সামাজিক বৈষম্য, তৎকালীন রাজনীতি, এমনকি তৎকালীন সমাজের গল্পও।এই সিরিজ়ে মিস এলিনার চরিত্রে থাকা অভিনেত্রী পূজা ব্যানার্জী জুটি বাঁধছেন অভিনেতা সত্যম ভট্টাচার্য্যের সঙ্গে। সিরিজ়ে থাকছেন অভিনেতা শান্তিলাল ভট্টাচার্য্যও। সিরিজ়ের সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন শিবাশিস মুখোপাধ্যায়। ‘হাফ সিরিয়াস’, ‘ভীতু’-খ্যাত পরিচালক উৎসব মুখার্জী বলেছেন, ‘মিস এলিনার এই যাত্রা কেবল তার নিজের নয়, তার চারপাশের মানুষদের জীবনের গতিপথেও যথেষ্ট প্রভাব ফেলবে।’

ইতিমধ্যেই মুক্তি পেয়েছে সিরিজ়ের প্রথম গান ‘রাত কত হল’। রঙ্গন চক্রবর্তীর কথায়, শিবাশিস মুখোপাধ্যায়ের পরিচালনায় গানটি গেয়েছেন মেঘাতিথি ব্যানার্জী। গানের ভিডিওতে পূজা ধরা দিয়েছেন লাস্যময়ীরূপে, আর পুরোনো কলকাতার রেস্তোঁরার ওয়েটারের পোশাকে ধরা দিয়েছেন ‘স্বরূপ’ সত্যম।

পিরিয়ড ড্রামার সেই গল্পে আশ্চর্য হবে কি দর্শক? আত্মবিশ্বাস ঝরে পড়ছে অভিনেতা এবং পরিচালকদের গলায়। ‘চ্যালেঞ্জ ২’, ‘লাভেরিয়া’, ‘রকি’সহ একাধিক মূলধারার ছবি করলেও, এইধরনের চরিত্রে এই প্রথম অভিনয় করতে চলেছেন অভিনেত্রী পূজা ব্যানার্জী। কী বলছেন পুরোনো কলকাতার ‘নাইটকুইন’? জানা গিয়েছে, বরাবরই মিস এলিনার মত চরিত্র করতে চেয়েছেন তিনি। জানিয়েছেন, ‘ভীষণ সুন্দর একটা ভালবাসার গল্প আছে এই সিরিজ়ে। খুব কম স্ক্রিপ্টেই নিজের সেরাটা দেওয়ার সুযোগ থাকে। আর এই সিরিজ়ে মিস এলিনার চরিত্রের একাধিক শেডস রয়েছে। ক্যাবারে মুক্তি পেলেই আপনারা সেটা দেখতে পাবেন।’ একইভাবে, নকশাল জঙ্গির চরিত্র পেয়ে খুশী অভিনেতা সত্যম ভট্টাচার্য্যও।

 

আড্ডাটাইমসের এই সিরিজ়টি মুক্তি পাচ্ছে আগামী ২৬শে জানুয়ারী। পিরিয়ড ড্রামার এই নাইটকুইনের আশ্চর্য গল্প সত্যিই মানুষের মন কাড়তে পারে কিনা, দেখাই যাক না!

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top