Live Entertainment & Love Lifestyle

Entertainment

তুলসী কি পারবে অগ্নির পরিবারকে এক করে, অপরাধীকে শাস্তি দিতে??

কালারস বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ফেরারি মন’ নিয়ে আসছে একের পর এক চমক। কোন দিকে মোড় নিয়েছে ধারাবাহিক? তুলসী কি পারবে পরমাকে শাস্তি দিয়ে, মালিনীকে সারিয়ে তুলতে?

ইতিমধ্যেই ঋষিকেশ এবং তুলসী মালিনী অর্থাৎ অগ্নির আসল মাকে বাড়ি ফিরিয়ে এনেছে পরমা অজান্তে। কিন্তু আশ্চর্যজনকভাবে পরমা, মালিনির গলার স্বর চিনতে পেরে যায়। এত বছর পর মালিনী কিভাবে ফিরে এলো? মালিনীকে দেখে পরমা কি সব সত্যি প্রকাশ করবে?

অন্যদিকে তুলসী অগ্নির জন্য সারপ্রাইজ প্ল্যান করে ফেলে তাদের বাড়িতেই। কিন্তু পরোমাও পিছু হাটার পাত্রী নয়, বাইরের এক রিসোর্টে অগ্নির জন্য সারপ্রাইজ প্ল্যান করলেন। কিন্তু অগ্নির রাগ একেবারে শীর্ষে, পরিবারের সকলের ওপর রাগ করে হোটেলে গিয়ে মদের নেশায় মেতে ওঠে।

কোন না কোন কারণেই অগ্নি এবং তুলসীর মধ্যে চলছে ভুল বোঝাবুঝি, কিন্তু এই সমস্ত বাধা-বিপত্তি কাটিয়ে তুলসী কি পারবে অগ্নির অভিমানী মনকে জয় করতে?

প্রসঙ্গত, কিছুদিন আগে এই ধারাবাহিকে দেখা গিয়েছে এক নতুন চরিত্রকে। অভিনেত্রী রাত্রি ঘটককে দেখা যাচ্ছে অগ্নির পিসির চরিত্রে।

তুলসী কি পারবে অগ্নির অভিমান কমাতে? ঋষিকেশ এবং মালিনী কি এক হবে? পরমার আসল রূপ কি সকলের সামনে আসবে?

এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে চোখ রাখুন কালার্স বাংলায়, ফেরারি মন ধারাবাহিকে ঠিক সন্ধ্যে ৬:৩০টায় ।

 

Author

  • Neha Biswas

    কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক পাশ করার পর থেকেই সাংবাদিকতায় আসার ইচ্ছে আরো প্রবল হয়। কলেজে পড়ার পাশাপাশি অ্যাঙ্করিং এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অ্যাঙ্করিং এর জোর দেওয়া হয়। বিনোদনের জগতের বিভিন্ন খবর বলার পাশাপাশি ছোটো ছোটো নিবন্ধও লেখেন তিনি।

    View all posts

Neha Biswas

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক পাশ করার পর থেকেই সাংবাদিকতায় আসার ইচ্ছে আরো প্রবল হয়। কলেজে পড়ার পাশাপাশি অ্যাঙ্করিং এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অ্যাঙ্করিং এর জোর দেওয়া হয়। বিনোদনের জগতের বিভিন্ন খবর বলার পাশাপাশি ছোটো ছোটো নিবন্ধও লেখেন তিনি।