‘BIFFes’-এ দেখানোর জন্য নির্বাচিত হল আবীর-তনুশ্রীর ‘ডিপ ফ্রিজ’

আগামী ২৭শে ফেব্রুয়ারি শুরু হতে চলেছে পনেরতম ‘Bengaluru International Film Festival (BIFFes)’। আর তার আগেই বাংলার জন্য এল সুখবর। অর্জুন দত্ত পরিচালিত ছবি ‘ডিপ ফ্রিজ’ নির্বাচিত হয়েছে BIFFes-এ।

গত এপ্রিলেই জানা গিয়েছিল, নতুন ছবির শ্যুটিংয়ের কাজ শেষ হয়ে গিয়েছে। চলছিল পোস্ট প্রোডাকশনের কাজ। গত বছর নভেম্বরের শেষের দিকে মুক্তি পেয়েছিল এই ছবির টিজার। ‘Colors of Dream Entertainment’ প্রযোজিত এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন আবীর চট্টোপাধ্যায় এবং তনুশ্রী চক্রবর্তী। জানা গিয়েছে, তাঁর আগের ছবি ‘অব্যক্ত’ বা ‘শ্রীমতী’র মত এই ছবিতেও সম্পর্কের গল্পই বুনেছেন পরিচালক অর্জুন দত্ত।

তথাকথিত সুখী সংসার ছিল স্বর্ণাভ ও মিলির। কিন্তু কিছু কারণে দাম্পত্যসম্পর্কে ইতি টানতে হয় তাদের। বিবাহবিচ্ছেদের পর কি হঠাৎই হিমশীতল হয়ে যাবে তাদের রসায়ন? নাকি মনের মধ্যেকার টান থেকেই যাবে? তাদের একমাত্র সন্তান তাতাইয়ের ভবিষ্যৎই বা কী? ছবিতে আবীর-তনুশ্রী ছাড়াও রয়েছেন অনুরাধা মুখার্জী, দেবযানী চ্যাটার্জী, কৌশিক চ্যাটার্জী, শোয়েব কবীর, আর্য দাশগুপ্ত প্রমুখ। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব সৌম্যঋতের কাঁধে। কাহিনী লিখেছেন পরিচালক অর্জুন দত্ত এবং চিত্রনাট্য লিখেছেন অর্জুন ও আশীর্বাদ মৈত্র। পরিচালকের কথায়, ‘আমরা যতই এড়িয়ে যাই না কেন, আজকের সমাজে ডিভোর্স বিষয়টা খুবই সাধারণ। আমি বেশ কিছু মানুষের বিবাহবিচ্ছেদ দেখেছি। একটা বিষয় আমায় ভাবিয়েছে, যে আদৌ কি সেই পুরনো সম্পর্কের সম্পূর্ণটাই ধুয়েমুছে সাফ হয়ে যায়? না মনের গভীরে কোথাও থেকে যায় একটা টান? সেরকমই এক সম্পর্কের গল্প বলবে ডিপ ফ্রিজ।’

১৯৯৬ সালে শুরু হওয়া ‘Bengaluru International Film Festival (BIFFes)’-এ দেখানো হয় ডকুমেন্টারিসহ সারা বিশ্বের সবধরনের ছবি। সেই সমস্ত ছবির দৌড়ে নির্বাচিত হয়ে বাংলা চলচ্চিত্রজগতকে অনেকটাই এগিয়ে দিল ‘ডিপ ফ্রিজ’।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top