Robin’s Kitchen: ‘অহল্যা’র পর ফের জুটি বাঁধছেন বনি-প্রিয়াঙ্কা
বনি সেনগুপ্ত আর প্রিয়াঙ্কা সরকার, দুজনেই সমানতালে কাজ করে চলেছেন এই মুহূর্তে। দুজনের জনপ্রিয়তাও যথেষ্ট। অভিমন্যু মুখার্জী পরিচালিত সাইকোলজিক্যাল থ্রিলার ‘অহল্যা’র পর, এবার নতুন ছবি ‘রবিন’স কিচেন’-এ জুটি বাঁধতে চলেছেন তাঁরা।
পরিচালক বাপ্পার এই ছবির কেন্দ্রীয় চরিত্র রবিন (বনি)। একটা ক্যাফে খুলেছে, নাম রবিন’স কিচেন। ছোটবেলায় মায়ের তৈরী একটা খাবার বড় প্রিয় ছিল তার। নিজের ক্যাফেতে সেই স্পেশাল খাবার তৈরী করে বেশ জনপ্রিয়ও হয়ে ওঠে রবিন। কিন্তু গোলাপের সঙ্গে কাঁটার মতই, জনপ্রিয়তার সঙ্গে তার চলার পথে আসে কিছু বাধা। স্থানীয় নেতা অরিত্রর নজর পড়ে তার ক্যাফের উপর। এর মাঝেই, ব্যবসার কাজে রবিন রাজ্যের বাইরে গেলে ক্যাফেটা হাতিয়ে নেওয়ার মতলব আঁটে সে। রবিনের প্রেমিকা নীহারিকাকেও (প্রিয়াঙ্কা) অপহরণ করে অরিত্র। এইসব ষড়যন্ত্রের বদলা কীভাবে নেবে রবিন, সেই গল্পই বলবে ‘রবিন’স কিচেন’।
বনি-প্রিয়াঙ্কার অহল্যা মুক্তি পেতে চলেছে আগামী ২৩শে ফেব্রুয়ারি। সেই ছবিতে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পায়েল সরকার ও বিশ্বনাথ বসু।
বনি এবং প্রিয়াঙ্কা ছাড়াও, ‘রবিন’স কিচেন’-এ দুটি মুখ্য চরিত্রে অভিনয় করছেন শান্তনু নাথ ও সাশ্রীক গাঙ্গুলী। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ছবির শ্যুটিং। কলকাতা শহরের বুকেই শ্যুটিং হয়েছে ‘রবিন’স কিচেন’-এর। বেশ কয়েকটি গান রয়েছে ছবিতে। চলতি বছরেই ‘পান্ডে মোশান পিকচার্স’-এর ব্যানারে, মুকেশ পান্ডের প্রযোজনায় বড়পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি।