Live Entertainment & Love Lifestyle

Friday, April 4, 2025
Entertainment

অবশেষে নামের আগে ‘ড.’, আরো বিনীত দেবলীনা!

নৃত্যশিল্পে যে তিনি পারদর্শী, তা বরাবরই জানেন সকলে। কিন্তু সেই দক্ষতা পেল এক নতুন স্বীকৃতি। রবীন্দ্র ঘরাণার নাচে ডক্টরেট উপাধি পেলেন জনপ্রিয় নৃত্যশিল্পী এবং অভিনেত্রী দেবলীনা কুমার।

নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই সুখবর জানিয়েছেন দেবলীনা। খুশী উপচে পড়ছে তাঁর সেই পোস্টে। নিজের ছবির সঙ্গেই তিনি পোস্ট করেছেন শংসাপত্রের ছবিও। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে, অধ্যাপিকা পুষ্পিতা মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে গবেষণার এই প্রক্রিয়া সম্পন্ন করেছেন তিনি। তাঁর গবেষণার বিষয় ছিল ‘সোশ্যাল অ্যাসপেক্টস অফ টেগোর স্কুল অফ ডান্স’। আর তাতেই ছক্কা হাঁকিয়েছেন ‘ড. দেবলীনা কুমার’। জানিয়েছেন, এই অনুভূতি আরোই বিনীত করে তুলেছে তাঁকে।
প্রভাবশালী বা বিখ্যাত মানুষের সঙ্গে সম্পর্কিত হলেই যে সে কেবল সুবিধে পায় না, বরং অকারণেই শিকার হয় তীব্র কটাক্ষের, তার জ্বলন্ত উদাহরণ দেবলীনা। মহানায়কের নাতি গৌরব চট্টোপাধ্যায়ের স্ত্রী তিনি। অন্যদিকে, তাঁর বাবা আবার বিধায়ক দেবাশিস কুমার। তাই নৃত্য থেকে অভিনয়, সবক্ষেত্রেই কমবেশী নেতিবাচক মন্তব্য সহ্য করতে হয়েছে তাঁকে। কিন্তু এবার, নিজের পরিশ্রম ও দক্ষতা দিয়েই সকলকে উত্তর দিলেন দেবলীনা কুমার।
বরাবরই তিনি বলেন, নাচ তাঁর প্রথম ভালবাসা। এই সুসংবাদ সকলকে জানানোর সঙ্গেই ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী। কৃতজ্ঞতা জানিয়েছেন ভক্তদেরও। ভক্তরাও শুভেচ্ছা জানিয়েছে তাঁকে। কমেন্ট সেকশন ভরে গিয়েছে তাঁদের শুভেচ্ছাবাক্যে।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।