Boomerang First Look: খুশীর ঈদে ভক্তদের খুশী করলেন জিৎ

সুপারস্টার জিতের সিনেমা আসছে মানেই ভক্তদের মধ্যে উত্তেজনা চরমে। আর যেকোনো উৎসবেই, নতুন সিনেমার নাম, পোস্টার বা ফার্স্টলুক প্রকাশ্যে আসার অপেক্ষায় থাকেন অনেক সিনেমাপ্রেমীই। গতকাল, খুশীর ঈদে, তাঁদের জন্যই যেন সারপ্রাইজ দিলেন জিৎ।

জিতের নতুন সিনেমা ‘বুমেরাং’ বহুপ্রতীক্ষিত একটি ছবি। কল্পবিজ্ঞান এবং হাস্যরসের মিশেলে তৈরী ছবি ‘বুমেরাং’। সেই সিনেমারই ফার্স্টলুক প্রকাশ্যে এল গতকাল। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ফার্স্টলুক পোস্টারের ছবি পোস্ট করেছেন সুপারস্টার জিৎ নিজেই। নতুন স্বাদের, নতুনধরনের এই ছবিটি পরিচালনা করছেন পরিচালক সৌভিক কুণ্ডু।

বড়পর্দায় জিতের উপস্থিতিই ভক্তদের হৃদ্‌স্পন্দন বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। নতুন ছবির ফার্স্টলুক প্রকাশ্যে আনার জন্য শুভদিন হিসেবে এই খুশীর পরবকেই বেছে নিয়েছেন সুপারস্টার। ফার্স্টলুক পোস্টারে জিৎকে দেখা যাচ্ছে এক নতুন অবতারে। উড়ন্ত সুপারবাইকে বসে রয়েছেন তিনি। ‘Knack Studios’-এর করা দুর্দান্ত ভিস্যুয়াল এফেক্টসের ব্যবহার দেখা যাবে এই ছবিতে।

‘বুমেরাং’-এই প্রথমবারের জন্য জুটি বাঁধতে চলেছেন জিৎ এবং রুক্মিনী মৈত্র। স্বাভাবিকভাবেই, তাঁদের একসঙ্গে বড়পর্দায় দেখার জন্য অত্যন্ত আগ্রহী অনুরাগীরা। এই ছবিতে এক অন্যরকম চরিত্রে জিৎকে দেখতে পাবেন দর্শকেরা। জিতের কেরিয়ারে তো অবশ্যই, চলচ্চিত্রের জগতেও হয়ত একটা মাইলফলক হতে চলেছে এই ছবি।

‘Jeetz Filmworks Private Limited’ প্রযোজিত এই ছবিতে জিৎ এবং রুক্মিণী ছাড়াও দেখা যাবে সৌরভ দাস, দেবচন্দ্রিমা সিংহ রায়, খরাজ মুখার্জী, রজতাভ দত্তের মত অভিনেতা-অভিনেত্রীদের। ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সুগত সিংহ, সেলিম এবং স্বয়ং পরিচালক সৌভিক কুণ্ডু। ছবির মিউজিকের দায়িত্বে রয়েছেন নীলায়ন চট্টোপাধ্যায়। ছবির অ্যাকশন কোরিওগ্রাফির দায়িত্ব রয়েছে রবি ভার্মার হাতে।
এই দুর্দান্ত ফার্স্টলুক ছবির প্রতি দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিল আরো। ছবির টিজার, ট্রেলারের অপেক্ষায় রয়েছে অনুরাগীরা।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top