Hoichoi: মুক্তি পেল নতুন ওয়েব সিরিজ ‘তালমার রোমিও জুলিয়েট’

অপেক্ষার অবসান। শেক্সপিয়রের ক্লাসিক কাহিনীর ‘রিমেক’ নিয়ে উত্তেজনা ছিল বহুদিন ধরেই। হইচই (Hoichoi) ওটিটি প্ল্যাটফর্মের সেই বহুপ্রতীক্ষিত ওয়েবসিরিজ ‘তালমার রোমিও জুলিয়েট’ মুক্তি পেল আজ।

শেক্সপিয়রের ক্লাসিক উপন্যাস নিয়ে এর আগেও কাজ করেছে হইচই। সেই কাজে পরিচালনার দায়িত্বে ছিলেন অনির্বাণ ভট্টাচার্য্য। আর এবার, অর্পণ গড়াই পরিচালিত ‘তালমার রোমিও জুলিয়েট’ সিরিজের সৃজনশীল পরিচালনার দায়িত্ব ছিল তাঁর হাতে।

উত্তরবঙ্গের তালমা অঞ্চলের দুই যুবক-যুবতীর ভালবাসার গল্প নিয়ে আসছে ‘তালমার রোমিও জুলিয়েট’। ভিন্নধর্ম থেকে পারিবারিক কলহ – তালমার ফুটবল স্টার রানা আর তার প্রেমিকা জাহানারার ভালবাসায় বাধ সাধার জন্য সাজানো আছে অনেক উপকরণই। সিরিজের মুখ্য চরিত্রে দেখা যাবে দেবদত্ত রাহা এবং হিয়া রায়কে। এছাড়াও কমলেশ্বর মুখোপাধ্যায় (রানার বাবা বাদল), অনুজয় চট্টোপাধ্যায় (রানার দাদা সোমনাথ), পায়েল দে (রানার বৌদি মৌসুমী), অনির্বাণ ভট্টাচার্য্য (জাহানারার দাদা মোস্তাক), জয়দীপ মুখার্জী (জাহানারার বাবা লিয়াকত)-কেও দেখা যাবে এই সিরিজে।

একের পর এক প্রতিকূলতা, বিশ্বাসঘাতকতার জাল কাটাতে কাটাতে রানা এবং জাহানারার সম্পর্কের সঙ্গে সঙ্গে সিরিজও পৌঁছবে পরিণতির দিকে। তবে সে পরিণতি আদৌ কেমন, তা কি আগে থেকে আন্দাজ করতে পারবেন দর্শকেরা? একেবারেই না। চমকে মোড়া এই ওয়েবসিরিজ হইচই ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে আজ থেকেই।

এর আগেও হইচই, SVF-এর হাত ধরে শেক্সপিয়রের কাহিনীকে বাংলার মাটিতে এনে ফেলেছিলেন অনির্বাণ ভট্টাচার্য্য, অর্ণ মুখোপাধ্যায়রা। দর্শকের মন জয় করতে যথেষ্ট সফলও হয়েছিলেন তাঁরা। ইতিমধ্যেই যথেষ্ট ভালবাসা কুড়িয়েছে ‘তালমার রোমিও জুলিয়েট’-এর গান। বোঝা যাচ্ছে, এবারেও তার অন্যথা হবে না।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top