অভীক সরকারের ‘ভোগ’ গল্পের নাম শোনেননি, এমন মানুষ খুঁজে পাওয়া ভার। কেবল বইপাড়ার একনিষ্ঠ পাঠকই নন, এক বহুল-জনপ্রিয় রেডিও চ্যানেলের দৌলতে অডিওস্টোরি হিসেবে ‘ভোগ’ পৌঁছে গিয়েছে সকলের ঘরে ঘরে। এবার সেই গল্প আসতে চলেছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের (Hoichoi) পর্দায়।
কিউরিওর দোকানে গিয়ে প্রাচীন মূর্তি দেখলে তা পছন্দ তো হতেই পারে, তাই না? এ ঘটনা অধিকাংশ মানুষের কাছেই নিতান্ত স্বাভাবিক। তাহলে রহস্যগল্পের মোচড়টা কোথায়! আসলে গল্পের মূল চরিত্রের সেই কিউরিওর দোকান থেকে কেনা পিতলের ‘দেবীমূর্তি’টিকে কেবল পছন্দই হয়নি, দিনকয়েকের মধ্যেই মনেপ্রাণে তাঁর ভক্ত হয়ে ওঠে সে। সেই অশুভ শক্তি ধীরে ধীরে গ্রাস করে তার সুস্থবুদ্ধিকে। ভক্তি ছাপিয়ে প্রকট হয় উন্মাদনা। তার একেকটা দিন কাটে দুঃস্বপ্নের মত। আদৌ কি এই অপশক্তির মায়াজাল কাটিয়ে বেরোতে পারবে সে? সেই কাহিনীই আসছে ওয়েবসিরিজের আকারে।
ইতিমধ্যেই হইচইয়ের হাত ধরে একাধিক ওয়েবসিরিজ পরিচালনা করেছেন অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। এবার তাঁর পরিচালনায় মূল চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেতা-পরিচালক অনির্বাণ ভট্টাচার্য্য। এছাড়াও এই ওয়েবসিরিজে দেখা মিলবে অভিনেতা রজতাভ দত্তর। সিরিজের চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন শান্তনু মিত্র নিয়োগী এবং পরমব্রত চট্টোপাধ্যায় স্বয়ং।
অভীক সরকারের এই মাইথোলজিক্যাল থ্রিলার কাহিনী হইচইয়ের পর্দায় দেখা যাবে কিছুদিনের মধ্যেই। বই এবং অডিওস্টোরির বিপুল জনপ্রিয়তার পর, এই কাহিনী যে আরো একবার মানুষের মন কাড়তে চলেছে, সে কথা বলা যায় নিশ্চিতভাবেই।
বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।
বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।