ইমনের হাত ধরে প্রথম অস্কার মনোনয়নে স্থান বাংলা গানের

বাংলা গানের জগতে সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীর জনপ্রিয়তা আকাশছোঁয়া। গান হোক কি সঙ্গীতের মহাসমুদ্র সেঁচে  নতুন প্রতিভাদের খুঁজে বার করা, সবেতেই তাঁর জুড়ি মেলা ভার। এবার তাঁর হাত ধরেই অস্কারের মনোনয়নের ধাপ পর্যন্ত পৌঁছে গেল বাংলা গান।

সম্প্রতি ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ‘পুতুল’ ছবির জন্য একটি গান গেয়েছিলেন ইমন। পথশিশুদের নিয়ে বাঁধা সেই গানের নাম ‘ইতি মা’। গানটি মুক্তি পেয়েছিল ১৪ই নভেম্বর, শিশুদিবসে। সারা বিশ্বের মাত্র ৭৯টা গান পেয়েছে সেরা মৌলিক গানের মনোনয়ন। তার মধ্যেই নিজের জায়গা করে নিয়েছে এই গান। অনির্বাণ ভট্টাচার্য্যের কথায়, সায়ন গঙ্গোপাধ্যায়ের সুরে তৈরী এ গানে প্রাণ ঢেলেছিল ইমন চক্রবর্তীর কণ্ঠ।
অস্কারের মনোনয়ন পাওয়া এ গানের তৈরীর পদ্ধতিও অবশ্য আর পাঁচটা গানের চেয়ে একটু আলাদা। কোনো কম্পিউটারাইজড পদ্ধতি ব্যবহার করে এ গানের মিউজিক তৈরী হয়নি। বরং ভারতীয় ক্লাসিক্যাল লাইভ ইন্সট্রুমেন্ট ব্যবহার করা হয়েছে এই গান তৈরীর সময়ে। পথশিশুদের সঙ্গে কথা বলে পরিচালক জানার চেষ্টা করেছেন তাদের জীবন, মিউজিক সম্পর্কে তাদের ধারণা।
অবশ্য কেবল গান নয়, অস্কারের মনোনয়ন পেয়েছে এ ছবির আবহও। এরও আগে কান চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেয়েছিল ‘পুতুল’। প্রাথমিক নির্বাচন পর্বের পর, একটি দল এই ৭৯টি গানের মধ্যে বেছে নেবেন সেরা ১৫টি মৌলিক গান এবং ২০টি আবহকে। ফলাফল জানানো হবে ১৭ই ডিসেম্বর।
তবে নিজের গাওয়া গান বলে নয়, আন্তর্জাতিক স্তরে বাংলা গানের স্বীকৃতিতেই তিনি বেশি খুশী বলে জানিয়েছেন গায়িকা। বর্তমানে সঙ্গীতের এক জনপ্রিয় রিয়েলিটি শোয়ের বিচারকের আসনে রয়েছেন ইমন। আজ এই সুখবর পাওয়ার সময়েও সেই শোয়ের শ্যুটিংয়েই ছিলেন তিনি। এই খুশীর, সম্মানের মুহূর্ত তিনি উৎসর্গ করেছেন নিজের মা’কে।

একবার নয়, বারংবার বিভিন্ন কাজের মধ্য দিয়ে গায়িকা জিতে নিয়েছেন মানুষের মন। ২০১৭ সালে ‘প্রাক্তন’ ছবিতে অনুপম রায়ের সুরে গান গেয়ে জাতীয় পুরস্কার জিতেছিলেন তিনি। এছাড়াও, মায়ের স্মৃতির উদ্দেশ্যে ‘বসন্ত উৎসব’, তরুণ শিল্পীদের তুলে আনার মঞ্চ ‘নতুন প্রতিভার খোঁজে’র মত বিষয়েও বারবার শিরোনামে উঠে এসেছেন ইমন। এবারেও, বাংলা গানকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়ে তিনি যে আরো একবার মানুষের মনে পাকাপাকি জায়গা করে নিলেন, তা বলাই যায়।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top