প্রায় চার বছর ধরে শোনা যাচ্ছে বিভিন্ন কল্পনা জল্পনা এই সিনেমাকে নিয়ে। অবশেষে নিউ ইয়ার ডে কে উপলক্ষ করে প্রকাশ পেল সিনেমার পোস্টার। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ পেল ভূতপুরীর মোশন পোস্টার যেখানে জয়া আহসান কে লাল বেনারসি পরে ভূত রূপে গাছের ডালে বসে পা দোলাতে দেখা যাচ্ছে । ছবিটির মুখ্য চরিত্রে রয়েছেন – জয়া আহসান, ঋত্বিক চক্রবর্তী, শান্তিলাল মুখার্জি, সুদীপ্তা চক্রবর্তী, বিশান্তক মুখার্জি ছাড়াও আরো অনেকেই।
সিনেমাটির নির্দেশনা করছেন সৌকর্য ঘোঘাল, তার আগের সিনেমা রেনবো জেলি দেখে থাকলে আপনারা হয়তো ঠিক আন্দাজ করতে পারবেন, কোন ধরনের সিনেমা বানাতে তিনি সাছন্দ বোধ করেন। এই ধরনের ফ্যান্টাসি ফিকশনাল ছবিতে তিনি যথেষ্ট সাবলীল। তার ওপর তিনি একটা লম্বা সময় দিয়েছেন কাজ টার পেছনে, স্বভাবতই ছবিটির ব্যাপারে উত্তেজনা তুঙ্গে।
সিনেমার গল্প প্রসঙ্গে জানা গিয়েছে যে দেশভাগ এর সময় মারা যান গল্পের মুখ্য মহিলা চরিত্রটি, যেটি ফুটিয়ে তুলছেন জয়া আহসান। তার পর একটি বাচ্চার সাহায্যে নিজের মৃত্যুর কারণ খুঁজে পেতে চায় মহিলা ভূত টি। এক্ষেত্রে বাচ্চাটির ভূমিকা পালন করছে শিশু শিল্পী বিশান্তক মুখার্জি। ঋত্বিক চক্রবর্তীর চরিত্র টি একটি চোরের চরিত্র। এছাড়া সুদীপ্তা চক্রবর্তী, শান্তিলাল মুখার্জিও রয়েছেন মুখ্য চরিত্রের ভূমিকায়।
জয়া আহসান ছবি টির প্রসঙ্গে বলেন – “এটা শুধু মাত্র একটা ভূতের গল্প নয়। মহিলা মুখ্য চরিত্রটির খুনের পেছনে কার হাত সেই রহস্যও খুঁজে বার করবে সিনেমার প্লট, স্বভাবতই এটি ক্রাইম – থ্রিলার জনরা র মধ্যে পড়বে।”
নির্দেশক সৌকর্য জানান “সিনেমাটির মুক্তি পাওয়া নিয়ে আমি যথেষ্ট উৎসাহী। ছোট বেলা থেকেই গুপি গাইন বাঘা বাইন এর ভূতের রাজা আমাকে আশ্চর্য করে এসেছে। আমি বরাবর এরম একটা সিনেমা বানাতে চেয়েছিলাম যেখানে মানুষ আর ভূতের বন্ধুত্বের সম্পর্ক টা কে ফুটিয়ে নিয়ে আসতে পারবো, এবং তার ভালো খারাপ সবটাই দেখাতে পারবো।”
আগামী ফেব্রুয়ারি মাসের ৯ তারিখ সুরিন্দর ফিল্মস ব্যানারের অধীনে সিনেমা টি বড় পর্দায় মুক্তি পাবে। সিনেমাটির আবহ সঙ্গীত দিয়েছেন নবারুণ বোস। নবারুণ এর আগে সৌকর্য র সাথেই তার রেনবো জেলি সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর দিয়েছেন। ভূতের সিনেমায় আবহ সঙ্গীত একটা মুখ্য ভূমিকা পালন করে। দেখবার বিষয় এবার নবারুণ বোস একটা মাস্টার পিস বানাতে পারেন কিনা।
স্টার কাস্ট, সিনেমার প্লট, স্টোরি, নির্দেশক, সঙ্গীত নির্দেশক, নতুন প্রকাশ হওয়া পোস্টার সব কিছু দেখে এখনো পর্যন্ত বাঙালি দর্শকরা যথেষ্টই আশাবাদী যে একটা সম্পূর্ণ অন্য ধাঁচের বাংলা ছবি আসতে চলেছে। এখন শুধু ট্রেলারের অপেক্ষা।