Live Entertainment & Love Lifestyle

Thursday, April 3, 2025
TV show

Zee Bangla: নতুন মেগায় সিঙ্গল মাদার মোহনা, বিপরীতে কোন নায়ক?

বিকেল হলেই সিরিয়ালপ্রেমীরা টেলিভিশনের সামনে একগুচ্ছ সিরিয়ালের তালিকা নিয়ে বসে পড়েন। এবার সেই সিরিয়াল তালিকার মধ্যেই জি বাংলা যুক্ত করতে চলেছে আরেকটি নতুন নাম, যা নিঃসন্দেহে দর্শকদের মন কাড়বে। একেবারে ভিন্ন স্বাদের এই ধারাবাহিক সমাজের নানা দিক তুলে ধরতে চলেছে।

নতুন এই মেগা মূলত জোর দেয় একজন সিঙ্গেল মাদারের যুদ্ধের উপর। কীভাবে সমাজের নানানরকম বাধা, কুমন্তব্য পেরিয়ে সে নিজের মেয়েকে একা হাতে মানুষ করে চলেছে। অপরদিকে, একজন সফল ব্যবসায়ী যে বুদ্ধিমত্তার সঙ্গে নিজের ব্যবসাকে সাফল্যের চূড়ায় নিয়ে গেছে। সে অতীতের কোনো প্রেম বিচ্ছেদের কারণেই ভবিষ্যতে প্রেম থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেয়।

নতুন এই ধারাবাহিকের নাম ‘কে প্রথম কাছে এসেছি’। মুখ্য চরিত্র হিসেবে আমরা দেখতে পাচ্ছি প্রখ্যাত টলি অভিনেতা সায়ন বোস এবং অভিনেত্রী মোহনা মাইতিকে। মোহনা ওরফে মধুবনী একজন সিঙ্গেল মাদার, তার মেয়ে মিহিকা। অপরদিকে সফল ব্যবসায়ী ঋকদেবের চরিত্রে সায়ন বোস।

ডোনা ভৌমিকের সঙ্গে সায়নের অনস্ক্রিন রসায়ন মুগ্ধ করেছে দর্শককে। কয়েক মাস আগেই শেষ হয়েছে একটি জনপ্রিয় চ্যানেলের জনপ্রিয় মেগা, এবার চ্যানেল বদলে বড় পরিবর্তন সায়নের। অপরদিকে জি বাংলার একটি ধারাবাহিকের মুখ্য চরিত্র হিসেবে আমরা মোহনা মাইতিকে পেয়েছিলাম। বেশ কিছুসময় কাটার পর মোহনাকে আবারও জি বাংলাতেই ফিরতে দেখা গেল।


মেয়ে মিহিকার হাত ধরে কীভাবে মা মধুবনীর সঙ্গে ঋকদেবের প্রেমের সূত্রপাত ঘটবে! দুটি মানুষের নিজের কাছে করা প্রতিজ্ঞা কি তবে খুদে মিহিকার জন্য তারা ভাঙবে? এই ধারাবাহিক শুধু নিছক প্রেমের গল্পই নয় সাথে একজন মায়ের যুদ্ধের কথাও তুলে ধরবে। আজ থেকে প্রতিদিন ঠিক সন্ধ্যে সাড়ে ছ’টায় ‘কে প্রথম কাছে এসেছি’ ধারাবাহিকটি সম্প্রচারিত হতে চলেছে শুধুমাত্র জি বাংলায়। মোহনা-সায়নের নতুন জুটি দর্শকদের কত তাড়াতাড়ি প্রিয় হয়ে ওঠে সেটাই দেখার!

Author