Khadan: খাদানে দেবের সঙ্গে কীর্তনিয়ার বেশে পাড়ি জমালেন যীশুও

কয়েকদিন আগেই ছবির জন্য আসানসোলে রেইকি করতে গিয়েছিলেন সুপারস্টার দেব। তারও আগে শোনা গিয়েছিল, এই ছবিতে দ্বৈত চরিত্রে, বাবা ও ছেলে উভয়ের ভূমিকাতেই থাকছেন তিনি। তবে ‘খাদান’-এর কাস্টিংয়ের আকর্ষণ আরো অনেকটা বাড়িয়ে দিয়ে, তিনি ঘোষণা করলেন অভিনেতা যীশু সেনগুপ্তর নাম। সঙ্গে পোস্ট করলেন একটি মোশন ভিডিও।

মোশন ভিডিওতে যীশুকে দেখা যাচ্ছে এক কীর্তনিয়ার বেশে। ফতুয়া-ধুতি পরিহিত যীশুর কাঁধে ঝোলানো রয়েছে ঢোল। ভিডিওটি শেয়ার করে যীশুকে উদ্দেশ্য করে সুপারস্টার লিখেছেন, যীশুই এই প্রজন্মের সবচেয়ে ‘ট্যালেন্টেড’ এবং ‘ভার্সেটাইল’ অভিনেতা। এর আগে দেবের দ্বৈত চরিত্রের মধ্যে তরুণ বয়সের (ছেলে) নায়িকা হিসেবে অভিনেত্রী ইধিকা পাল এবং বর্ষীয়ান চরিত্রটির (বাবা) নায়িকা হিসেবে বরখা বিশ্‌তের নাম জেনেও খুশী হয়েছিলেন সকলে। সম্প্রতি দেব-যীশুকে একই ছবিতে দেখতে পাওয়ার খবরে ভেঙে পড়েছে তাদের উচ্ছ্বাসের বাঁধ। জল্পনা চলছে, অভিনেতা বনি সেনগুপ্তকেও নাকি দেখা যেতে পারে এই ছবিতে।

বছরের প্রথমদিনেই ভক্তরা জানতে পেরেছিলেন সুজিত রিনো দত্ত পরিচালিত ‘খাদান’ ছবির কথা। ছবিটি আসছে ‘Dev Entertainment Ventures’ এবং ‘Surinder Films’-এর প্রযোজনায়। মূলতঃ কয়লাখনি অঞ্চলের সামাজিক, রাজনৈতিক জীবনের প্রেক্ষাপটেই দাঁড়িয়ে রয়েছে এ ছবি। ‘টনিক’, ‘প্রজাপতি’, ‘প্রধান’-সহ দেবের সাম্প্রতিক ছবিগুলির প্রতিটিতেই বলা হয়েছে সম্পর্কের কথা। এছবিও যে তার ব্যতিক্রম নয়, তা বোঝা গেছে অভিনেতার পোস্টেই। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, বন্ধুত্বের জন্য তিনি যেমন প্রাণ দিতে পারেন, তেমন প্রাণ নিতেও পারেন।

অবশ্য এই মুহূর্তে অভিনেতা ব্যস্ত রয়েছেন পরিচালক সৃজিত মুখার্জী পরিচালিত ‘টেক্কা’ ছবির শ্যুটিংয়ে। অবশ্য তার মাঝেই পুরোদমে প্রস্তুতি চলছে ‘খাদান’-এর। শোনা যাচ্ছে, মার্চ-এপ্রিল নাগাদ শুরু হবে ছবির শ্যুটিং। আশা করা যায়, অভিনেতার বাকী ছবিগুলোর মতই ভক্তদের মন জয় করে নেবে তাঁর আগামী ছবিগুলিও।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top