Live Entertainment & Love Lifestyle

Thursday, April 3, 2025
Tollywood

Klikk: সিরিজ নয়, ওটিটি প্ল্যাটফর্মের আসরে এবার ‘মেগা সিরিজ’!

বর্তমানে প্রায়শই দর্শকদের মনোরঞ্জন করে চলেছে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম। তাদের মধ্যে অন্যতম হল ক্লিক (Klikk)। বহুদিন ধরে ক্লিক আমাদের বিনোদন যুগিয়ে এসেছে, এবার ক্লিক নিয়ে এসেছে এক নতুন কন্টেন্ট, মেগা সিরিজ ‘বাঁড়ুজ্জে ফ্যামিলি’।

এই মেগা সিরিজে একটি করে মজাদার হাসির পর্ব, ধারাবাহিকভাবে প্রতি সপ্তাহে দেখানো শুরু হয়েছে গত অক্টোবর মাস থেকে। ‘বাঁড়ুজ্জে ফ্যামিলি’তে অভিনয় করেছেন রোহিত মুখার্জি, সুদীপা বোস, দীপাঞ্জন ভট্টাচার্য (জ্যাক), শ্বেতা তিওয়ারী, ঋ সেন, স্বর্ণশেখর জোয়ারদার, অমৃতা দেবনাথ, প্রেক্ষা সাহাকে।

মেগা সিরিজটি তৈরী হয়েছে কলকাতার মধ্যবিত্ত বাঁড়ুজ্জ্যে পরিবারকে কেন্দ্র করে। ব্যানার্জী পরিবার দক্ষিণ কলকাতার একটি বিল্ডিংয়ের দুটি ফ্ল্যাটে বসবাস করেন। প্রতিটি পর্বে মজার ছলে তাদের দৈনন্দিন সামাজিক এবং পারিবারিক সমস্যাগুলি তুলে ধরা হচ্ছে।বিধান এবং কল্যাণী বাঁড়ুজ্জ্যে, ৩৪ বছরের বিবাহিত দম্পতি, বাড়ির বয়োজ্যেষ্ঠ। রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভক্ত কল্যাণী। শান্ত কিন্তু রাশভারী, পরিবারের কর্ত্রী। অন্যদিকে ওঁর স্বামী বিধান ব্যানার্জী, অ্যাকশন ছবির ভক্ত, মুখে কোনো লাগাম নেই, এবং ততোধিক কিপটে।

তাঁদের বড় ছেলে অরুণ কর্পোরেট জগতে কাজ করে এবং পরিবারের মধ্যে সবচেয়ে বিচক্ষণ। তার স্ত্রী, সিমরন, একটি গোঁড়া পাঞ্জাবি পরিবার থেকে এই বাঁড়ুজ্জ্যেবাড়িতে প্রেম করে বিয়ে হয়ে এসেছে এবং তার সাংস্কৃতিক পার্থক্যগুলো কল্যাণীর সাথে প্রায় প্রতিদিনই ‘সাস-বউ’ (শাশুড়ি বনাম বউ) নাটক তৈরি করে।

তাদের দশবছরবয়সী মেয়ে, গুরকিরণ, একজন ব্লগার, যাকে সবাই ভালোবাসে, যদিও কল্যাণী তার পাঞ্জাবি নামটা বিশেষ পছন্দ করেন না।
সবশেষে রয়েছে ছোট ছেলে বরুণ, বা ব্যারি, যে আবার কল্যাণীর সবচেয়ে প্রিয়। সে নিজেকে একজন র‍্যাপার বলে মনে করলেও পরিবারের বাকিরা তা মনে করেনা এবং র‍্যাপ ছাড়া আর কিছু সে করে উঠতেও পারেনা।

বাঁড়ুজ্জ্যে পরিবারের যাবতীয় কর্মকাণ্ড এই ক’জন ও রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। প্রতিটি পর্ব একটি নতুন সমস্যার সঙ্গে শুরু হয় এবং শেষে তা সমাধান হয়, যা দর্শকদের জন্য প্রতি সপ্তাহে নতুন এবং মজাদার গল্প উপস্থাপন করে।
‘ফিল্মস এন্ড ফ্রেমস’ প্রযোজিত এই মেগাসিরিজটি পরিচালনা করছেন সুমাল্য ভট্টাচার্য। গল্পের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সঞ্জয় ভট্টাচার্য এবং সৃজনশীল প্রযোজনার দায়িত্বে আছেন শান্তনু চট্টোপাধ্যায়। মেগা সিরিজটির চিত্রগ্রাহক সুব্রত মল্লিক, সম্পাদনার দায়িত্বে কৌস্তভ সরকার এবং সুরকার প্রাঞ্জল দাস। গণমাধ্যম প্রচার ও মার্কেটিংয়ের দায়িত্বে রয়েছেন রানা বসু ঠাকুর।
নির্মাতাদের মতে, এই মেগা সিরিজ দেখার প্রতিটি মুহূর্তে দর্শকরা হাসিতে ফেটে পড়বে। আপাতত দেখা বাকি দর্শকদের কতটা প্রভাবিত করতে পারে এই কমেডি মেগাসিরিজটি।

 

 

Author

  • Shreya Manna

    কলকাতা বিশ্ববিদ্যালয়ে থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতক ডিগ্রি অর্জিত। সাংবাদিকতার জগতে কাজ করার ইচ্ছে প্রবল ছিলো প্রথম থেকেই। অ্যাঙ্করিং, ফিল্ড রিপোর্টিং, ফটোগ্রাফি বিষয়ের অপর সাধারণ জ্ঞান আছে। সংবাদ জগতে বিনোদন বিভাগে কাজ করে থাকেন।

    View all posts Writer

Shreya Manna

কলকাতা বিশ্ববিদ্যালয়ে থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতক ডিগ্রি অর্জিত। সাংবাদিকতার জগতে কাজ করার ইচ্ছে প্রবল ছিলো প্রথম থেকেই। অ্যাঙ্করিং, ফিল্ড রিপোর্টিং, ফটোগ্রাফি বিষয়ের অপর সাধারণ জ্ঞান আছে। সংবাদ জগতে বিনোদন বিভাগে কাজ করে থাকেন।