নিউজ শো চলাকালীন জ্ঞান হারালেন অভিনেত্রী লোপামুদ্রা সিনহা

গ্রীষ্মের তাপপ্রবাহে যখন পশ্চিমবঙ্গের করুণ দশা, এরকম সময়ে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। দূরদর্শনের উপস্থাপিকা লোপামুদ্রা সিনহা স্টুডিয়ো থেকে সরাসরি সংবাদ সম্প্রচারের সময়ে অজ্ঞান হয়ে পড়েন। লোপামুদ্রা সিনহা, দূরদর্শনের কলকাতা শাখায় কর্মরত, তার স্বাস্থ্যের অবস্থার আপডেট ফেসবুকে তিনি শেয়ার করেছেন।

 তার ফেসবুক পোস্টে, তিনি জানান লাইভ নিউজ সম্প্রচারের সময় তার রক্তচাপ মারাত্মকভাবে কমে যায়, যার ফলে তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। সম্প্রচারের আগে তিনি অসুস্থ বোধ করেছিলেন। কিন্তু তা সত্ত্বেও, তিনি সম্প্রচারের কাজ চালিয়ে যান। তিনি ভেবেছিলেন কিছুটা জল খেলে ঠিক হয়ে যাবে তার শরীর। কিন্তু প্রোগ্রামের এই নিরবচ্ছিন্ন ধরনের জন্য 
অনেকক্ষণ পর্যন্ত তিনি জলপান করতে পারেননি।
যখন তিনি পশ্চিমবঙ্গের তাপপ্রবাহের খবর পাঠ করছিলেন, তখন তার শারীরিক অবস্থার অবনতি ঘটে, এবং শেষ পর্যন্ত তিনি ব্ল্যাকআউট হয়ে যান। তিনি বলেছেন – “আমার কথাগুলো ক্রমশ জড়িয়ে যাচ্ছিল। শেষে আমি টেলিপ্রম্পটারটাও পুরো ঝাপসা দেখছিলাম।”
এতকিছুর পরেও, স্বস্তির খবর একটাই আপাতত লোপামুদ্রা সিনহার শারীরিক অবস্থা স্থিতিশীল। ডাক্তারের পরামর্শে বিশ্রাম নিচ্ছেন তিনি।

Author

  • Soumyajit Patra

    বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি সাহিত্যে স্নাতকোত্তর। ইংরাজির পাশাপাশি ভালবাসা রয়েছে বাংলা সাহিত্যের প্রতিও। দেখার পাশাপাশি অভিনয়ও করেন নাটকে। বিনোদনজগতের বিভিন্ন আকর্ষক বিষয় নিয়ে খবর করেন তিনি।

    View all posts
Scroll to Top