Live Entertainment & Love Lifestyle

Friday, April 4, 2025
TV show

Rahul-Shreya: ‘অজান্তে’ জুটি বাঁধছেন রাহুল-শ্রেয়া!

সিনেমা, ওয়েবসিরিজে নতুন নতুন জুটি দেখতে বেশ পছন্দ করেন দর্শকেরা। জিৎ-রুক্মিণী, সুহোত্র-মিথিলার পর, ফের টলিউড ইন্ডাস্ট্রি পেতে চলেছে একেবারে আনকোরা একটি জুটি। মৈনাক পাল পরিচালিত, নতুন একটি ছবিতে পরস্পরের বিপরীতে কাজ করবেন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং শ্রেয়া ভট্টাচার্য্য।

২০২০ সালে ‘A Better Life’ নামে একটি ইংরেজি ছবি পরিচালনা করেছিলেন মৈনাক। সেই ছবির মুখ্য চরিত্র লেখক প্রয়াস চক্রবর্তীর হাত ধরে, দর্শককে এক নতুন দর্শনের সন্ধান দিয়েছিলেন তিনি। তাঁর দ্বিতীয় ছবিতেও থাকছে জীবনদর্শনের দিক। দ্বিতীয় ছবিতেও মুখ্য চরিত্র এক লেখক, যাঁর ‘রাইটার্স ব্লক’ সিন্ড্রোম দেখা দিয়েছে। তাছাড়া, মৈনাক পালের নতুন এই ছবিতে থাকছে সাইকোলজিক্যাল থ্রিলের ছোঁয়াও। ছবির নাম ‘অজান্তে’।

এই ছবিতেই প্রথমবার জুটিতে দেখা যাবে রাহুল-শ্রেয়াকে। কেবল জুটি নন, এই ছবিতে তাঁদের মধ্যে দেখা যাবে দাম্পত্যের রসায়ন। নীলোৎপল (রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়) এবং বার্তার (শ্রেয়া ভট্টাচার্য্য) চরিত্রে অভিনয় করবেন তাঁরা। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ছবির প্রথম পর্বের শ্যুটিং। উত্তরবঙ্গের ডুয়ার্সে ছবির আউটডোর শ্যুটিং করেছে টিম ‘অজান্তে’। কলকাতাতেও শ্যুটিং শুরু হবে কিছুদিনের মধ্যেই।

রাহুল, শ্রেয়া ছাড়াও ইতিমধ্যেই জানা গিয়েছে এই ছবির আরো দু’জন কলাকুশলীর নাম। বিশ্বজিৎ চক্রবর্তী এবং অরুণ বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাওয়া যাবে এই ছবিতে। তবে নতুন ছবি নিয়ে খুব বেশী তথ্য খোলসা করেননি নির্মাতারা।
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে বরাবরই ছকভাঙা কাজের জন্য চেনেন ভক্তেরা। ধারাবাহিক থেকে বড়পর্দা, সবেতেই তাঁর অবাধ বিচরণ। তবে পিছিয়ে নেই তরুণ অভিনেত্রী শ্রেয়াও। ধারাবাহিক, ওয়েবসিরিজ, সিনেমায় একের পর এক অন্যধরনের কাজে দেখা যাচ্ছে তাঁকেও। দেবশ্রী রায়, রূপা গঙ্গোপাধ্যায় থেকে পরাণ বন্দ্যোপাধ্যায়, বহু অভিজ্ঞ, পোড়খাওয়া অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন তিনি।

আরপিএস প্রোডাকশনের ব্যানারে, রাখী পালের প্রযোজনায় মুক্তি পাবে এই ছবি। খুব সম্ভবত, ২০২৫ সালেই বড়পর্দায় আসছে ‘অজান্তে’। রাহুল-শ্রেয়ার জুটির সঙ্গে সঙ্গে ছবির পরবর্তী খবরের দিকেও নজর রেখেছেন দর্শকেরা।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।