Live Entertainment & Love Lifestyle

Friday, April 4, 2025
Entertainment

ভার্জিনিটি কবে হারিয়েছ?মা মালাইকার প্রশ্নের মোক্ষম জবাব ছেলের

মালাইকা আরোরা ও আরবাজ খানের ছেলে আরহান খান তার নতুন পডকাস্ট শো দম বিরিয়ানির দ্বিতীয় এপিসোডে মা মালাইকা অরোরা কে অতিথি করেন। সম্প্রতি এই এপিসোডের টিজার লঞ্চ হয়েছে, সেই টিজারের একটি ক্লিপ বেশ ভাইরাল হচ্ছে। এমনকি মালাইকাকে হতে হচ্ছে ট্রোলের শিকার। 

মালাইকা অরোরা ১৯৯৮ এর শাহরুখ ও প্রীতির দিল সে ছবির সুপারহিট গান “ছাইয়া ছাইয়া” থেকে জনপ্রিয়তা লাভ করেন। ওই বছরই ডান্সার, মডেল, অভিনেত্রী মালাইকা বলিউডের হাই প্রোফাইল খান পরিবারের মেজ ছেলে আরবাজ খান কে বিয়ে করেন। একসাথে আরবাজ খান প্রোডাকশন শুরু করেন। একসাথে তারা দাবাং  ছবি সিরিজটি প্রোডাকশন করেন। ওই সিরিজে মালাইকা “মুন্নি বদনাম হুই” গানটি তার অসাধারণ পারফরমেন্সের মধ্য দিয়ে সারা ভারতের মন কেড়ে নেন। 
মালাইকা বরাবরই লাইম লাইটে থেকে এসেছেন। বিতর্ক তার পিছু ছাড়ে না সহজে। ২০১৬ সালে তিনি আর আরবাজ খান তাদের আলাদা হবার সংবাদ দেন।তার পর মালাইকা কে অর্জুন কাপুরের সাথে সম্পর্কে আসতে দেখা যায়। যদিও সেই সম্পর্কের ব্যাপারে লোকসমক্ষে বেশি কিছু বলেন না মালাইকা।
সম্প্রতি তার ছেলে আরহান খানের সাথে পডকাস্টের যে ক্লিপ টি ভাইরাল হচ্ছে সেখানে মালাইকা কে দেখা যাচ্ছে তার ছেলেকে অত্যন্ত ব্যক্তিগত একটি প্রশ্ন করতে। মালাইকা জানতে চান তার ছেলে কোন বয়সে তার ভার্জিনিটি হারায়, প্রশ্ন শুনে চমকে ওঠেন ছেলে আরহান কিন্তু ঘাবড়ে না গিয়ে উলটে মালাইকা কেই প্রশ্ন করে বসে “তুমি বিয়ে কবে করছ?” যা শুনে রীতিমত চমকে ওঠেন মালাইকা।
 
বলিউড হাই প্রোফাইল মা – ছেলে সম্পর্কও যেন কোন সিনেমার থেকে কম না! এই সম্পর্ক কি শুধু ক্যামেরার জন্য? বাস্তব জীবনে আলো ক্যামেরা অ্যাকশন এর ওপরে তাদের সম্পর্ক ও কি এতটাই মশলা পূর্ণ না আর পাঁচটা সাধারণ ভারতীয় মা – ছেলের সম্পর্ক তা বোঝা মুশকিল।

Author

  • Soumyajit Patra

    বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি সাহিত্যে স্নাতকোত্তর। ইংরাজির পাশাপাশি ভালবাসা রয়েছে বাংলা সাহিত্যের প্রতিও। দেখার পাশাপাশি অভিনয়ও করেন নাটকে। বিনোদনজগতের বিভিন্ন আকর্ষক বিষয় নিয়ে খবর করেন তিনি।

    View all posts

Soumyajit Patra

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি সাহিত্যে স্নাতকোত্তর। ইংরাজির পাশাপাশি ভালবাসা রয়েছে বাংলা সাহিত্যের প্রতিও। দেখার পাশাপাশি অভিনয়ও করেন নাটকে। বিনোদনজগতের বিভিন্ন আকর্ষক বিষয় নিয়ে খবর করেন তিনি।