কে আসল অপরাধী ! সত্য অন্বেষনে আদালত এ মিমি, মুখোমুখি টোটা !

“দাবায় কোণঠাসা হয়ে গেলে রনি কি হাল ছেড়ে দেয় ?” উত্তর এলো – “রনি ফাইটস্ ব্যাক !!” – ঠিক একমই একটা দৃড়, আত্মবিশ্বাসী চরিত্র ফুটিয়ে তুলতে চলেছেন মিমি চক্রবর্তী তার পরের কাজে I নতুন  বছরের জানুয়ারি মাসে Hoichoi OTT প্লাটফর্মে আসছে মিমি চক্রবর্তী ও টোটা রায় চৌধুরীর ওয়েব সিরিজ – যাহা বলিব সত্য বলিব l সম্প্রতির ট্রেলার প্রকাশ পেয়েছে, Hoichoi এর ইউটিউব চ্যানেল এ l সিরিজ টি ৩১শে ডিসেম্বর
2007 এ ঘটে যাওয়া একটি সত্য ঘটনার অবলম্বনে তৈরি l সিরিজ টি একটি “ইনভেস্টিগেশন – কোর্ট রুম ড্রামা” শ্রেণীর মধ্যে পড়বে l

ট্রেলার এর শুরুতেই আমরা দেখতে পাই, আক্রান্ত এবং আক্রমণ কারী দুই এই পুলিশ, মিমি চক্রবর্তী সিরিজে যার নাম পৃথা রায়, এক পক্ষের উকিল এর ভূমিকায় থাকবেন, তার প্রতিদ্বন্দ্বী হয়েছেন প্রভাবশালী উকিল জয়রাজ সিংহ , যে চরিত্র টি ফুটিয়ে তুলছেন টোটা রায়চৌধরী l ট্রেলরে সবার আগে যে জিনিস টি দৃষ্টি আকর্ষণ করে, সেটা হলো ব্যাক গ্রাউন্ড স্কোর, যেটা গল্পটার টান টান রহস্য টার ক্ষেত্রে একটা উৎসেচক এর কাজ করছে l গল্পর ডায়লগ ও আকর্ষণ কাড়ছে দর্শকদের l

এই সিরিজ টা হতে চলেছে মিমি চক্রবর্তীর প্রথম ওয়েব সিরিজ অভিজ্ঞতা, এই দুর্গাপুজোয় নন্দিতা – শিবপ্রসাদ এর ছবি রক্তবীজ এর আমরা মিমি চক্রবর্তী কে দেখেছি ইনভেস্টিগেশন অফিসারের ভূমিকায় অ্যাকশন করতে, পেয়েছেন যথেষ্ট তারিফ, সমালোচক দের কাছে l দেখবার বিষয় ওই অভিজ্ঞতা কে কতোটা কাজে লাগাতে পারেন ! ট্রেলার টি দর্শকদের কাছে ইতিমধ্যে যথেষ্ট ভালোবাসাও পাচ্ছে l আর এই ভালোবাসা পাওয়ার আরেক কারণ টোটা রায় চৌধুরী l করন জোহর এর – রকি রনি কি প্রেম কাহিনী তে টোটা রায় চৌধুরীর অভিনয় ও ক্লাসিক্যাল নাচ দেখে মুগ্ধ বাংলা সহ গোটা দেশ l অনেকই প্রশ্ন তুলেছেন বাংলা ইন্ডাস্ট্রি টোটা রায় চৌধুরীর প্রতিভা কে ঠিক ঠাক সুযোগ দেয়নি l যাই হোক মোদ্দা কথা, তার কাছে অনেক তাই এক্সপেক্টেশন বেড়ে গেছে বাঙালি দর্শক এর l তাই মিমি চক্রবর্ত্তী, টোটা রায় চৌধুরীর ওপর অনেক টাই আশা করে আছে বাঙালি দর্শক l

এই ধরনের “কোর্ট রুম ড্রামা” সিনেমার কালচার বাংলা তে থাকলেও সেরম নজর কাড়া কাজ খুব একটাও দেখা যায় না l ধনঞ্জয় ছবির অনির্বাণ কে ছাড়া সেরম কোনো সিনেমার কোনো চরিত্র আমাদের মনে দাগ কাটেনি, যদিও সেখানেও মিমি ছিলেন উকিল এর ভূমিকায় প্রশংসাও পেয়েছিলেন বেশ l  যেখানে দক্ষিণ ভারত এর – জয় ভিম, জন গণ মন, বলিউড এর – জনি এল এল বি,  শিরফ এক বান্দা কফি হ্যাঁ , সেকশন 375, পিংক, ওম মাই গড, রুস্তম, এই সকল সিনেমা এই ঘরানার কাজের একটা মানদন্ড ঠিক করে দিয়েছে, দেখা যাক মিমি – টোটা – চন্দ্রাশিস রায় এবং তার দল সেই মানদণ্ডে পৌঁছাতে বা টপকে গিয়ে দর্শক এর মনে একটা পোক্ত জায়গা করে নিতে পারে কিনা !


Author

  • Soumyajit Patra

    বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি সাহিত্যে স্নাতকোত্তর। ইংরাজির পাশাপাশি ভালবাসা রয়েছে বাংলা সাহিত্যের প্রতিও। দেখার পাশাপাশি অভিনয়ও করেন নাটকে। বিনোদনজগতের বিভিন্ন আকর্ষক বিষয় নিয়ে খবর করেন তিনি।

    View all posts
Scroll to Top