Mirza Teaser: ছোট্ট ঝলকে মন কাড়ল ‘মির্জা’, ঝরল রক্ত

ফার্স্টলুক পোস্টার বেরিয়েছিল আগেই। এবার মুক্তি পেল ছবির টিজার। আর অঙ্কুশের আগামী ছবি ‘মির্জা’র টিজার দেখে অত্যন্ত উৎসাহী ভক্ত থেকে সতীর্থ, সকলেই। ইন্ডাস্ট্রির বাণিজ্যিক ছবির ঝুলিতে এ যেন এক অন্যধরনের সংযোজন।

ছবির আড়াই মিনিটের টিজারে দেখা যাচ্ছে, অন্ধকারজগতকে অঙ্কুশ তুলনা করছেন তাসের সঙ্গে। প্রত্যেক চরিত্রকে একেকধরনের তাসের সঙ্গে তুলনা করেছেন তিনি। নিজের চরিত্রটিকে তিনি তুলনা করেছেন ‘জোকার’ তাসের সঙ্গে, যে তাস কোনো নিয়ম মানে না। ছবিতে অঙ্কুশ ছাড়াও দেখা যাবে আরো অনেক প্রথমসারির অভিনেতা-অভিনেত্রীকে। অঙ্কুশ ছাড়াও এ ছবিতে আছেন ঐন্দ্রিলা সেন, ঋষি কৌশিক, কৌশিক গাঙ্গুলী, শোয়েব কবীর, প্রিয়া মণ্ডল, শঙ্কর দেবনাথ, রজত গাঙ্গুলী, শান্তিলাল মুখার্জী, সুমিত গাঙ্গুলী, জ্যামি ব্যানার্জীসহ আরো অনেককে।

ছবির টিজার যে কতটা মন কেড়েছে, তার প্রমাণ দিয়েছেন সুপারস্টার দেব, স্বয়ং। গত ১৩ই ফেব্রুয়ারি টিজারটি মুক্তি পাওয়ার পরেই, সেই টিজার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন তিনি, ভরিয়েছেন প্রশংসাবাক্যেও।

নিজের প্রযোজনা সংস্থা খোলার পর থেকেই সমস্যা পিছু ছাড়ছিল না অভিনেতা অঙ্কুশ হাজরার। এই ছবির স্টান্টের শ্যুটিং করতে গিয়ে আহতও হয়েছিলেন তিনি। কিন্তু এবার, সব বাধা কাটিয়ে, সেই প্রযোজনা সংস্থা ‘Ankush Hazra Motion Pictures’-এর ব্যানারেই আসতে চলেছে তাঁর নতুন ছবি। সুপারস্টার দেব সেই ছবির টিজার শেয়ার করায় স্বাভাবিকভাবেই উন্মাদনা ছড়িয়েছে ভক্তদের মধ্যে। ছবির পরিচালক সুমিত-সাহিল। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনীক ধর ও ঈশান মিত্র। ছবির চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন অর্ণব ভৌমিক। অ্যাকশনে ভরপুর ‘মির্জা’ মুক্তি পেতে চলেছে চলতি বছরের ঈদে।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top