Tilottoma Trailer: ‘তিলোত্তমা’য় শান্তি খুঁজছেন পরাণ অ্যান্ড কোং?

জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহার জন্মদিনে মুক্তি পেয়েছিল অভিনেত্রীর নতুন ছবি ‘তিলোত্তমা’-র টিজার। জানা গিয়েছিল, এই ছবিতে কেবল এই শহরের গল্প নয়, সাধারণ মানুষের জীবনের গল্প, একে অপরের প্রতি ভরসার গল্প, অচেনা থেকে পরিচিত হয়ে ওঠার গল্প বলবেন ‘অল্প হলেও সত্যি’র পরিচালক। গত ১৪ই ফেব্রুয়ারি, ভালবাসার দিনে, মুক্তি পেল সৌম্যজিৎ আদক পরিচালিত এই ছবির অফিসিয়াল ট্রেলার।

ছবিতে ‘তিলোত্তমা’ নামের একটি অনাথ-আশ্রম রয়েছে শ্যামাপদবাবুর (পরাণ বন্দ্যোপাধ্যায়)। সেই আশ্রমই নাকি তাঁর জগৎ। বেশকিছু শিশুদের মাথার ছাদ এবং শিক্ষার দায়িত্ব নিয়েছেন তিনি। অন্যদিকে, অভিনেত্রী তৃণা সাহা এ ছবিতে থাকছেন একজন সিঙ্গল মাদারের ভূমিকায়। নীল ভট্টাচার্যের চরিত্রটি একজন সঙ্গীতশিল্পীর। তবে নীল-তৃণা এ ছবিতে জুটি না বাঁধলেও, জুটি বাঁধবেন ঋতব্রত মুখার্জী এবং রাই দাস। এক জন অ্যাকাউন্ট্যান্টের চরিত্রে অভিনয় করবেন ঋতব্রত, তাঁর লিভ-ইন পার্টনার রাই পেশায় কস্টিউম স্টাইলিস্ট।

তাঁরা ছাড়াও এ ছবিতে দেখা যাবে অভিনেতা রজত গাঙ্গুলী, পূষণ দাশগুপ্ত, পূজা সরকার, অনির্বাণ চক্রবর্তী, প্রান্তিকা দাস, প্রীতি সরকার, সিদ্ধার্থ ঘোষ এবং আরো অনেকে। শিশুশিল্পী হিসেবে থাকছে আকর্ষিণী শেঠ, রূপদীপ্তা মুখার্জী এবং অক্ষর। প্রত্যেকটা চরিত্র কীভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে পড়ে, কীভাবে জীবনের চড়াই-উতরাই পেরিয়ে আসে, এই আশ্রমের শ্যামাপদবাবু কীভাবে সবাইকে জীবনের নতুন দিশা খুঁজে পেতে সাহায্য করেন, সেই নিয়েই তিলোত্তমার গল্প। ছবির কাহিনীও লেখা পরিচালক সৌম্যজিৎ আদকেরই।

ছবির চিত্রনাট্য এবং সংলাপ লুখেছেন সমীর কৌশিক।  মিউজিকের দায়িত্বে আছেন ঈশান মিত্র, অরিত্র ব্যানার্জী এবং কৃষ্ণেন্দু রাজ আচার্য্য। গানের কথা লিখেছেন বারিষ, গোধূলি, বিশ্বজিৎ ও সৌম্যজিৎ। গান শোনা যাবে অঙ্কিতা ভট্টাচার্য, ঈশান মিত্র, অরিত্র ব্যানার্জী এবং মৌসমের কণ্ঠে। ‘অঞ্জনা প্রেজেন্টস’-এর প্রযোজনায় ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ১৫ই মার্চ।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

Scroll to Top