Mrigaya: পুলিশের কাহিনীতে পুলিশেরই গান, সুর আরেক পুলিশের
গল্প নয়, বাস্তবজীবনের একেবারে সত্য ঘটনা অবলম্বনে একটি থ্রিলার কাহিনী লিখেছেন একজন পুলিশ অফিসার। আবার সেই কাহিনী যখন আসছে বড়পর্দায়, তখন সেই ছবির জন্য তাঁর সঙ্গে হাতে হাত মিলিয়ে গান লিখলেন আরেকজন অফিসারও। শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটছে পরিচালক অভিরূপ ঘোষের নতুন ছবি ‘মৃগয়া (The Hunt)’-এর ক্ষেত্রে।
ছবিটি আগাগোড়া একটি থ্রিলারকাহিনী। তবে সে কাহিনী বাস্তবের ঘটনা ছেঁচেই তোলা। বেশ কয়েকজন পুলিশকর্মী যুক্ত এই ছবির কাজের সঙ্গে। কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল মুরলীধর শর্মা কলম ধরেছেন সেই ছবির গান লেখার জন্য।
ছবির কাহিনী লিখেছেন দেবাশীষ দত্ত, যিনি নিজে মানিকতলা পুলিশ স্টেশনের অফিসার ইন চার্জ। তাঁর সঙ্গে সহকারী লেখকের দায়িত্ব পালন করেছেন স্পেশাল ব্রাঞ্চের পুলিশ ইন্সপেক্টর পল্লব মালাকার।
এমন একটি ব্যতিক্রমী ছবির বিষয়ে কথা বলার জন্য পরিচালক অভিরূপ ঘোষের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল 71/1 MB-র তরফে। তিনি জানান, ‘এই গল্পটা আসলে সত্য ঘটনা অবলম্বনে। দেবাশীষবাবুর নিজের কেস ফাইলে থেকেই নেওয়া। ওঁরাই প্ল্যান করেছিলেন এই ছবিটার।’
ছবির চিত্রনাট্য লিখেছেন অরিত্র বন্দ্যোপাধ্যায়, সৌমিত দেব এবং পরিচালক অভিরূপ ঘোষ স্বয়ং। ছবির সংলাপের দায়িত্বও সামলেছেন সৌমিত দেব।
ছবির একটি গানে সুর দেবেন পাটুলি থানার অতিরিক্ত আধিকারিক নিরুপম দত্ত। ছবিতে শোনা যাবে রূপম ইসলাম, সোমলতা আচার্য্য, প্রাঞ্জল বিশ্বাস ও সুনিধি চৌহানের গান। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব থাকছে নিরুপম দত্ত ও রানা মজুমদারের হাতে।
৮ই ডিসেম্বর, রবিবার সম্পন্ন হয়েছে ছবির শুভ মহরৎ। সেখানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, অনির্বাণ চক্রবর্তী, সুস্মিতা চট্টোপাধ্যায়, অনন্যা ভট্টাচার্য্য প্রমুখকে।