Live Entertainment & Love Lifestyle

Friday, April 4, 2025
Entertainment

Netflix: খাবারের কৌটোয় কী পাচার করেন যীশু-শাবানারা?

ওয়েবসিরিজের যুগে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম হল নেটফ্লিক্স। এবার সেখানে আসতে চলেছে অন্ধকারজগতের ওপর ভিত্তি করে বানানো আরেক নতুন সিরিজ। হিন্দি এই সিরিজে দেখা মিলবে জনপ্রিয় বাঙালি অভিনেতা যীশু সেনগুপ্তরও।

বাংলার পাশাপাশি সমানতালে অন্যভাষার চলচ্চিত্র বা ওয়েবসিরিজে কাজ করেন বহু অভিনেতা-অভিনেত্রীই। যীশু সেনগুপ্তও সেই তালিকায় নতুন নন। ‘বরফি’, ‘মর্দানি’, ‘মণিকর্ণিকা’, ‘শকুন্তলা দেবী’সহ বেশ কিছু কাজ তিনি ইতিমধ্যেই করে ফেলেছেন বলিউডে। এবার সে তালিকায় যুক্ত হল আরেক নতুন নাম। ওয়েবসিরিজটির নাম ‘Dabba Cartel’। গতকাল, ২৯শে ফেব্রুয়ারি, মুক্তি পেয়েছে সিরিজটির টিজার।

টিজারে দেখা যাচ্ছে, ড্রাগ পাচারের মত অপরাধমূলক কাজ হয়ে চলেছে গোটা শহরে। অথচ কেউ টেরও পাচ্ছে না। টিফিনকৌটোয় ভরে নিষিদ্ধ মাদক পাচার হয়ে চলেছে। জানা গিয়েছে, পাঁচজন সাধারণ ঘরের মহিলা শুরু করেন এক ড্রাগপাচার চক্র। সেই চক্র বড় হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বাসঘাতকতা, অন্তর্দ্বন্দ্বের মত বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় তারা। টিজারে শোনা যায় একটি সংলাপ, ‘কৌটোয় ভরে আমরা শুধু খাবার বেচি না!’ কেবল বাংলা নয়, বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে কলাকুশলীরা অভিনয় করেছেন এই সিরিজে। বলিউডের শাবানা আজমি, গজরাজ রাও, ললিত দুবে, অঞ্জলি আনন্দ, তেলেগুর শালিনী পাণ্ডে, তামিলের জ্যোতিকা – প্রমুখরাও রয়েছেন এই ওয়েবসিরিজে।

ফার্স্টলুক ভিডিওতেই পরিষ্কার, টানটান একটি থ্রিলার সিরিজ হতে চলেছে ‘Dabba Cartel’। শিবানী আখতার, গৌরব কাপুর, আকাঙ্ক্ষা সেদা ও বিষ্ণু মেননের তৈরী এই সিরিজটি পরিচালনা করেছেন হিতেশ ভাটিয়া। সিরিজটি খুব শীঘ্রই আসতে চলেছে নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।