ফিল্মফেয়ারে ক’টা অ্যাওয়ার্ড ‘নীহারিকা’র ঝুলিতে?

ফিল্মফেয়ারের মঞ্চে কারা কারা অ্যাওয়ার্ড পেলেন, সে নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনার সীমা নেই। অনেকক্ষেত্রেই একেকটা ছবি জিতে নিয়েছে একাধিক অ্যাওয়ার্ড। ক’টা অ্যাওয়ার্ড জিতল নীহারিকা?

নমিনেশনের তালিকায় বেশ কিছু ক্ষেত্রে নাম ছিল ‘নীহারিকা’র। ইন্দ্রাশিস আচার্য্য পরিচালিত এই ছবিতে অভিনয় করেছিলেন শিলাজিৎ মজুমদার, অনুরাধা মুখার্জী, অনিন্দ্য সেনগুপ্ত, মল্লিকা মজুমদার, প্রিয়াঙ্কা গুহ, রাজেশ্বরী পাল, শশী গুহ, জুঁই বাগচী এবং আরো অনেকে। ‘Pastel Entertainments & Media Pvt. Ltd.’, ‘Adverb Movies Pvt. Ltd.‘ এবং ‘Cherrypix Movies Pvt. Ltd.‘ প্রযোজিত এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন জয় সরকার।
সমালোচকদের চোখে সেরা ছবির দৌড়ে শীর্ষস্থান অধিকার করেছে ইন্দ্রাশিস আচার্য্য পরিচালিত ‘নীহারিকা’। তবে কেবল এটিই নয়। আরো একটি পুরস্কার ঝুলিতে ভরেছে টিম ‘নীহারিকা’। মানসিক প্রতিবন্ধী কিছু মানুষের জন্য কত মেয়ের শৈশব কাটে অন্ধকারে! সেরকমই এক মেয়ের গল্প বলে এই ছবি। শৈশবের অন্ধকার কাটিয়ে সে এখন পাড়ি দিয়েছে যৌবনের পথে। কেবল একটা বিশ্বাসযোগ্য আশ্রয়ের জন্য সে ঘর বাঁধে জনহীন এক প্রান্তরে। খুঁজে চলে নিজের পরিচয়, অস্তিত্ব।
সমালোচকদের বিচারে সেরা ছবি হওয়া ছাড়াও, আরো একটি পুরস্কারের মুকুট উঠেছে ‘নীহারিকা’র মাথায়। এই ছবিতে গান গেয়ে সেরা গায়িকার শিরোপা পেয়েছেন অবর্ণা রায়। অবর্ণা ছাড়াও এই ছবিতে গান গেয়েছেন শিলাজিৎ মজুমদার এবং শ্রাবণী রায়।
এর আগেই সমালোচকমহলে যথেষ্ট প্রশংসা পেয়েছিল এই ছবি। প্রেক্ষাগৃহে এ ছবি মুক্তি পেয়েছে ২০২৩ সালে। ‘বিলু রাক্ষস’সহ পরিচালকের অন্যান্য ছবির মতই দর্শকমহলেও ভালবাসা পেয়েছে ‘নীহারিকা’।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top