Live Entertainment & Love Lifestyle

Thursday, April 3, 2025
Music

‘খণ্ডহারে’র চল্লিশপূর্তি, সলিলের গান শোনালেন সোনু-অরিজিৎ!

সত্যি বলতে, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন ঘটনা এর আগে ঘটেছে বলে জানা নেই। নির্মাতারাও বলছেন তেমনটাই। সৃজিত মুখার্জীর নতুন ছবির হাত ধরেই নতুন সেই কাজের সাক্ষী রইলেন বাংলার মানুষ।

সৃজিত মুখার্জীর নতুন ছবি ‘পদাতিক’ আসলে যেন চাঁদের হাট। গল্প বোনা হয়েছে চলচ্চিত্রজগতের এক নক্ষত্রকে কেন্দ্র করে। সেই নক্ষত্র অর্থাৎ মৃণাল সেনের চরিত্রে দেখা যাবে, দুই বাংলার জনপ্রিয় দক্ষ অভিনেতা চঞ্চল চৌধুরীকে। এবার এল এক নতুন ‘সারপ্রাইজ’।
সেই ছবিতে শোনা যাবে আরো দুই নক্ষত্রের তৈরী গান। সলিল চৌধুরীর কম্পোজিশনে শৈলেন্দ্রর লেখা গান ‘তু জিন্দা হ্যায়’ থাকছে এই ছবিতে। গায়কের নামের তালিকায় আরো এক চমক। বর্তমানসময়ের দুই বলিষ্ঠ গায়কের কণ্ঠ শোনা যাচ্ছে এই গানে। সোনু নিগম এবং অরিজিৎ সিংয়ের এই ‘ডুয়েট’-ও সঙ্গীতজগতের ইতিহাসে প্রথম।

আজ, ৮ই জুন সকাল দশটায়, নবীনা সিনেমায় মুক্তি পেল ছবির গান। ধৃতিমান চট্টোপাধ্যায়, দেবজ্যোতি মিশ্র, ফিরদৌসুল হাসান, মনামী ঘোষ এবং সৃজিত মুখার্জীর উজ্জ্বল উপস্থিতিতে মুক্তি পেল ‘পদাতিক’-এর এই প্রথম গান। ট্র্যাকটি ডিজাইন করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। ১৯৮৪ সালের আজকের তারিখেই মুক্তি পেয়েছিল মৃণাল সেন পরিচালিত ‘খণ্ডহার’ ছবিটি। চল্লিশবছর পূর্তির দিনেই মুক্তি পেল ‘তু জিন্দা হ্যায়’। পরিচালক মৃণাল সেনকে শ্রদ্ধা জানানোর এও এক অনন্য প্রয়াস।

এর আগে, মৃণাল সেনের জন্মদিনেই মুক্তি পেয়েছিল ছবির টিজার। মিনিটদেড়েকের ঝলকে দেখা গিয়েছে, মৃণালরূপী চঞ্চলের দৃপ্ত চলন। স্পষ্ট বোঝা গিয়েছিল, মৃণাল সেনের দেহভঙ্গিমা, বাচনভঙ্গি সবটাই দক্ষতার সঙ্গে নিজের মধ্যে ধারণ করেছেন অভিনেতা। এছাড়াও, সৃজিতের ছবিতে গীতা সোমের চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী মনামী ঘোষ। তরুণ মৃণালের চরিত্রে থাকছেন কোরক সামন্ত।

সাদা-কালো ফ্রেমে গানের দৃশ্য দেখতে দেখতে দর্শক হারিয়ে যেতেই পারেন মৃণাল-যুগে। ফিরদৌসুল হাসান ও প্রবাল হালদার প্রযোজিত এই ছবির প্রথম গান যে মানুষের ছবি দেখার ইচ্ছে বাড়িয়ে দিল অনেকটাই, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।