Entertainment

Poster Release: চারবন্ধুর উত্তরবঙ্গে পাড়ি ‘আবার অরণ্যে দিনরাত্রি’তে

সত্যজিৎ রায় পরিচালিত ‘অরণ্যের দিনরাত্রি’ দেখেননি, এমন চলচ্চিত্রপ্রেমী খুঁজে পাওয়া ভার। সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস ‘অরণ্যের দিনরাত্রি’ অবলম্বনে তৈরী হয়েছিল সেই ছবি। এবার সেই উপন্যাস থেকেই তৈরী হতে চলেছে ‘আবার অরণ্যে দিনরাত্রি’। সম্প্রতি মুক্তি পেল ছবির অফিসিয়াল পোস্টার।

নতুন এই ছবি পরিচালনা করতে চলেছেন পরিচালক সুমন মৈত্র। ‘দশমী’, ‘আমি ও অপু’, ‘সীমান্ত’-র পর, তাঁর নতুন ছবিতে মেয়েদের বন্ধুত্বের ছোঁয়া রাখতে চেয়েছেন পরিচালক। ছবির পোস্টারে উত্তরবঙ্গের অসাধারণ নৈসর্গিক সৌন্দর্য্য ধরা দিয়েছে। ছবির অধিকাংশ দৃশ্য শ্যুট হয়েছে উত্তরবঙ্গেই।

‘Indo Americana Production’ প্রযোজিত এ ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন পায়েল সরকার, অলিভিয়া সরকার, রূপসা মুখোপাধ্যায় এবং যুক্তা রক্ষিত। এর আগে এই প্রযোজনা সংস্থার হাত ধরেই মুক্তি পেয়েছিল পরমব্রত চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, মমতা শঙ্কর অভিনীত ‘শিবপুর’। দর্শকদের কাছে যথেষ্ট জনপ্রিয়ও হয়েছিল সেই ছবি।

ছবিতে নন্দিনী (পায়েল), তাদের ভ্লগ ‘মুসাফিরানা’র জন্য তিনবন্ধু এনাক্ষী (রূপসা), মিঠি (অলিভিয়া) এবং শ্বেতাকে (যুক্তা) নিয়ে যায় উত্তরবঙ্গের ডুয়ার্সে। সবুজে ঘেরা পাহাড়ের বুকে তারা নিজেদের আবিষ্কার করে নতুনভাবে। তাদের যোগাযোগ হয় গভীরতর। এই মিলিত অভিজ্ঞতা একেবারেই বদলে দেয় তাদের ভবিষ্যতকে। তাদের এই ‘জার্নি’ই ফুটে উঠবে এই ছবিতে। ছবির পোস্টারে দেখা গিয়েছে পায়েল সরকার, অলিভিয়া সরকার, রূপসা মুখোপাধ্যায় এবং যুক্তা রক্ষিতকে।

পরিচালক সুমন মৈত্র জানান, নিজেদের জন্মভূমির সৌন্দর্য্যের মাঝেই বন্ধুত্ব আর আত্মোপলব্ধির একটা গল্প বুনতে চেয়েছেন তিনি। চলতি বছরের এপ্রিল মাসেই আসতে চলেছে এ ছবি। বন্ধুত্বের অন্যধরনের রসায়নের এ ছবি যে পরিচালকের অন্য ছবিগুলোর মতই দর্শকদের মন কাড়বে, তা বলা যায় নিঃসন্দেহে।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।