Ram Krishna Update: পর্দায় ফিরছে শাহরুখ-কাজল জুটি!

দর্শকদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে কালার্স বাংলার ধারাবাহিক “রাম কৃষ্ণা”। যে ধারাবাহিকে আমরা দেখতে পাই একের পর এক চমক। কিন্তু এবার কী চমক নিয়ে আসছে এই ধারাবাহিক?

২০২৩ এর ১০ই এপ্রিল শুরু হয়েছিল এই ধারাবাহিক। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন নীলাঙ্কুর মুখোপাধ্যায় এবং নন্দিনী দত্ত। এখনকার তথাকথিত ধারাবাহিকগুলির থেকে এই ধারাবাহিকটি একটু অন্য ধাঁচের। এখনকার ধারাবাহিকগুলি যেখানে ধারাবাহিকের কেন্দ্রবিন্দুই হল নারী সেখানে এই ধারাবাহিকে কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে “রাম”। এখানে নীলাংকুর অর্থাৎ রামকে দেখা যায় পুরোহিত হিসাবে অর্থাৎ ঈশ্বরসেবাতেই তার শান্তি মেলে আর অন্যদিকে নন্দিনী অর্থাৎ কৃষ্ণা একেবারেই অন্য ধরনের মেয়ে সে বিলাসবহুলভাবে থাকতে পছন্দ করে। আর কীভাবে এই দুজনের প্রেম হয় সেই নিয়েই এই গল্প।
আর বারবার আমরা দেখতে পাই তাদের দুষ্টু মিষ্টি প্রেম। কিন্তু একের পর এক বাধা আসতে থাকে তাদের জীবনে। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির শিকার হতে হয়েছে তাদের। আর তাদের মধ্যে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল কৃষ্ণার মা রোহিনী। তিনি কখনোই চাননি রাম এবং কৃষ্ণার বিয়ে হোক। কিন্তু অবশেষে রোহিনীর সমস্ত অপরাধের প্রমাণ জোগাড় করে তারা এবং রোহিণীর শাস্তিও হয়। আর এখন রাম এবং কৃষ্ণা সুন্দর জীবনযাপন করছে।

ভালোবাসা হল এমন এক মায়া, যা লিখে যায় নানা অভিনব কাহিনী। একে অপরকে কাছে পাওয়া, পরিপূরক হয়ে ওঠা, এ সকল কিছুর মধ্যমণি হয়ে থাকে অফুরান ভালোবাসা। এই চেতনাকেই তাই সাক্ষী রেখে তৈরী হয় এক বিশেষ মুহূর্ত, কালার্স বাংলার রাম আর কৃষ্ণার মধ্যে।
পূর্বে ধারাবাহিকে আমরা দেখেছি কালজয়ী নায়ক শাহরুখ খানকে স্মরণ করে,রাম মহাশয় কৃষ্ণার সামনে এসে হাজির হন। কিন্তু কী সেজে? সেই বিখ্যাত ছবি “DDLJ” “রাজ”-এর বেশে! মুখে ‘না’ ‘না’ বললেও, মন থেকে কৃষ্ণা ছিলো বেজায় খুশি। সাধারণ এক পূজারী, সে কিনা হল শাহরুখ খান?

কিন্তু স্বামী যখন এতো কাঠ-খড় পুড়িয়ে তার বউকে খুশি করার চেষ্টা করছে, বউও বা কী করে পিছিয়ে থাকবে? কৃষ্ণাও দেয় পাল্টা নিবেদন। সেও একেবারে হাজির হল সেই সিনেমার মিষ্টি সিমরানের বেশে। সুইজারল্যান্ড-এর সুন্দর প্রকৃতির মাঝে খুঁজে পেয়েছিলো রাজ তার সিমরানকে। ঠিক তেমনভাবেই বাড়ি ফিরে রাম খুঁজে পায় কৃষ্ণাকে তাদের ছোট্ট ঘরে। অবশেষে তারা একে অপরের কাছে আসে এবং রচিত হয় রাম কৃষ্ণার প্রেমের কাহিনী।

আর এরকমই সাধারণ জুটির অসাধারণ প্রেমের গল্প জানতে দেখতে থাকুন “রাম কৃষ্ণা”, প্রতিদিন বিকেল ৭:৩০টায়, শুধুমাত্র কালার্স বাংলায় এবং জিও সিনেমায়।

Author

  • Neha Biswas

    কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক পাশ করার পর থেকেই সাংবাদিকতায় আসার ইচ্ছে আরো প্রবল হয়। কলেজে পড়ার পাশাপাশি অ্যাঙ্করিং এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অ্যাঙ্করিং এর জোর দেওয়া হয়। বিনোদনের জগতের বিভিন্ন খবর বলার পাশাপাশি ছোটো ছোটো নিবন্ধও লেখেন তিনি।

    View all posts
Scroll to Top