কোথায় হারিয়ে গেলো সোহাগ? সে কী সত্যিই মৃত?

কালার্স বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘সোহাগ চাঁদ’ এ, সোহাগ নিখোঁজ, এবং নিখোঁজ হওয়ার কারণে একেবারেই ভেঙে পড়ে চাঁদ।


‘সোহাগ চাঁদ ‘ ধারাবাহিকে চাঞ্চল্যকর মোড়। নিখোঁজ সোহাগ!! এই পরিস্থিতিতে মানসিক ভাবে একেবারে ভেঙ্গে পড়েছে চাঁদ। চাঁদ সন্দেহ করে দূর্জয়কে। চাঁদ জানতে পারে দুর্জয় লোক দিয়ে সোহাগকে অপহরণ করে।


কিন্তু দুর্জয় ও হার মানার পাত্র নয়। সেও নিজেকে নির্দোষ প্রমাণিত করার চেষ্টা করে।সে দাবী করে যে, সেই কাজের সঙ্গে কোনোভাবে যুক্ত নয়। চাঁদ কি করবে বুঝতে পারে না,সে একেবারেই হতাশ হয়ে পড়ে।

ঘটনাচক্রে সে একথা ও জানতে পারে যে দুর্জয় এর লোকেরা ভুল মানুষকে অপহরণ করে।

যদি এমন টাই হয়ে থাকে তবে কোথায় হারিয়ে গেলো সোহাগ? এটি কি সত্যিই মৃত্যু নাকি এর পিছনেও রয়েছে বড়ো কোনো সত্যি?

ভাগ্যের নির্মম পরিহাসে সোহাগ এবং চাঁদ কি হেরে গেল??

এই সব প্রশ্নের উত্তর পেতে দেখতে হবে সোহাগ চাঁদ প্রতিদিন সন্ধে সাতটায় শুধুমাত্র কালার্স বাংলায়।

Authors

  • Neha Biswas

    কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক পাশ করার পর থেকেই সাংবাদিকতায় আসার ইচ্ছে আরো প্রবল হয়। কলেজে পড়ার পাশাপাশি অ্যাঙ্করিং এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অ্যাঙ্করিং এর জোর দেওয়া হয়। বিনোদনের জগতের বিভিন্ন খবর বলার পাশাপাশি ছোটো ছোটো নিবন্ধও লেখেন তিনি।

    View all posts
  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top