দু’জনের দেখা হয়নি কখনো। সরাসরি কথাও হয়নি সেভাবে। তবুও কি কখনো আলাপ জমতে পারে তাদের?
প্রেমেন্দু বিকাশ চাকীর নতুন ছবি ‘আলাপ’-এর মোশন পোস্টার মুক্তি পেয়েছিল গত ২রা এপ্রিল। গতকাল, ১১ই এপ্রিল, মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। ‘রক্তবীজ’-এ আবীর-মিমি জুটি বেশ পছন্দ হয়েছিল দর্শকদের। সেই জুটিকেই এবার নতুন ছবিতে ফেরাচ্ছেন পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকী। তবে রোম্যান্টিক-কমেডি ঘরাণায় ঘোরাফেরা করলেও, এ ছবি আসলে বুনবে অন্যধরনের গল্প।
আলাদা আলাদা বেসরকারি সংস্থায় কর্মরত আবীর (পাবলো মজুমদার) এবং মিমির (অদিতি মিত্র) চরিত্রদুটি। চাকরীসূত্রে বাইরে থাকে তারা। পরিস্থিতির চাপে দু’জনকেই বেছে নিতে হয় ভাড়ার একটি ফ্ল্যাট। তারা ফ্ল্যাট শেয়ার করে বটে, তবে কেউই কাউকে চেনে না।
কীভাবে! আসলে পাবলোর নাইট শিফট থাকায় সে শুধু দিনে ওই ঘরে থাকে, আর অদিতি থাকে কেবল রাতে। তাছাড়া ভাড়া দেওয়ার সময়ে দালাল তাদের সে কথা জানায়নি।
প্রথম প্রথম একটু অসুবিধা হলেও, পরে বিষয়টাতে অভ্যস্ত হয়ে যায় তারা। কিন্তু কিছুদিন পরেই সেই জায়গা থেকে চলে যায় অদিতি। এই অদ্ভুত না-দেখা সম্পর্ক কোনদিকে মোড় নেবে এবার?
তারা কি আদৌ খুঁজে পাবে একে অপরকে? ভালো লাগা আর ভালোবাসার মধ্যেকার ফারাকটা কি বুঝতে পারবে তারা?
আবীর এবং মিমি ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন স্বস্তিকা দত্ত, কিঞ্জল নন্দ, দেবপ্রিয় মুখোপাধ্যায়, তন্বী লাহা রায় প্রমুখ। এই ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন অনুপম রায়। লগ্নজিতা চক্রবর্তী, শ্রেয়া ঘোষালের কণ্ঠে গান শোনা যাবে এই ছবিতে।
সম্প্রতি আরেকটি রোম্যান্টিক কমেডি ছবিতে মিমি কাজ করেছেন প্রেমেন্দু বিকাশ চাকীর সঙ্গে। তবে আবীর পরিচালককে চেনেন দু’দশকেরও বেশী সময় ধরে। অভিনেতার মতে, ‘ওঁর গল্প বলার ধরনটা একেবারে অন্যরকম। কিন্তু চাকীদা ভীষণ আন্ডাররেটেড একজন পরিচালক।’
বন্ধুত্ব, আত্মোপলব্ধি, সম্পর্ক নিয়ে তৈরী এ ছবি হালকাচালের, অথচ যথেষ্ট অর্থবহ। সুরিন্দর ফিল্মস প্রযোজিত এই ছবি বড়পর্দায় মুক্তি পেতে চলেছে আগামী ২৬শে এপ্রিল।
বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।