Live Entertainment & Love Lifestyle

Friday, April 4, 2025
Tollywood

Boomerang Trailer: দুই রুক্মিণীকে নিয়ে বিপাকে জিৎ!

সুপারস্টার জিতের নতুন সিনেমা মানেই ভক্তদের উন্মাদনা চরমে। তাঁর আগামী ছবি, সৌভিক কুণ্ডু পরিচালিত ‘বুমেরাং’-এর ফার্স্টলুক, টিজার এবং টাইটেল ট্র্যাক প্রকাশ্যে এসেছিল আগেই। ছবিটির ট্রেলার মুক্তি পেল আজ, শুক্রবার, বেলা ১১টায়।

প্রায় তিনমিনিটের এই ট্রেলার ভরে উঠেছে হাসিমজায়। কল্পবিজ্ঞান এবং হাস্যরসের মিশেলে তৈরী ছবি ‘বুমেরাং’। তাই প্রেমিকা (রুক্মিণী মৈত্র) এবং তার আদলে তৈরী রোবটকে নিয়ে বেজায় বিপাকে পড়েছেন সুপারস্টার জিৎ ওরফে সমর সেন, মানুষ যাঁকে চেনে ব্রিলিয়ান্ট ব্রেন বলে। এমনিতে সুপারম্যানের মতই সুপার বাইকে চড়ে মানুষকে সাহায্য করা তাঁর নেশা। তবে নিজের তৈরী রোবটকে কিছুতেই সামলাতে পারছেন না তিনি। শেষটায় কি বুমেরাং হয়ে যাবে তাঁর এত বড় আবিষ্কার?

দ্বৈত চরিত্রে ট্রেলারেই মন জিতলেন রুক্মিণী। মানুষ এবং রোবট – উভয়ের ক্ষেত্রে তাঁর অভিব্যক্তি সম্পূর্ণ ভিন্ন। তাছাড়া তাঁর কেশবিহীন লুকও নজর কেড়েছে দর্শকদের।
‘Jeetz Filmworks Private Limited’ প্রযোজিত ‘বুমেরাং’ বহুপ্রতীক্ষিত একটি ছবি। এই ছবিতেই প্রথমবারের জন্য জুটি বাঁধতে চলেছেন জিৎ এবং রুক্মিনী মৈত্র। স্বাভাবিকভাবেই, তাঁদের একসঙ্গে বড়পর্দায় দেখার জন্য অত্যন্ত আগ্রহী অনুরাগীরা।

ছবিতে জিৎ এবং রুক্মিণী ছাড়াও দেখা যাবে সৌরভ দাস, দেবচন্দ্রিমা সিংহ রায়, অম্বরীশ ভট্টাচার্য্য, খরাজ মুখার্জী, রজতাভ দত্তের মত অভিনেতা-অভিনেত্রীদের। ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সুগত সিংহ, সেলিম এবং স্বয়ং পরিচালক সৌভিক কুণ্ডু। ছবির অ্যাকশন পরিচালনার দায়িত্ব রয়েছে রবি ভার্মার হাতে। সঙ্গীত পরিচালনা করবেন নীলায়ন চট্টোপাধ্যায়।

ঈদে মুক্তি পেয়েছিল ছবির ফার্স্টলুক পোস্টার। নববর্ষে মুক্তি পেয়েছে এই ছবির টিজার। জানা গিয়েছে, বড়পর্দায় এই ছবি আত্মপ্রকাশ করতে চলেছে আগামী সাতই জুন।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।