Entertainment

Zee Bangla: শিবরাত্রির জমজমাট সেলিব্রেশন দু’দিন জুড়ে

গতকালই ছিল শিবরাত্রির পূজা। বাংলার ঘরে ঘরে শিবরাত্রি পালন করেছেন নারী-পুরুষ নির্বিশেষে বহু মানুষ। আর সেই শিবরাত্রিই এবার পালন করতে চলেছে বাঙালির প্রিয় ধারাবাহিকের চরিত্রেরা।

বহু বিবাহিতা মহিলারা স্বামী সন্তানের কল্যাণ কামনা করেন। আবার অবিবাহিতারা ভালো স্বামী সংসারের স্বপ্নপূরণের প্রার্থনা নিয়ে শিবের মাথায় জল ঢালেন। কেউ আবার কোনো প্রার্থনা নিয়ে নয়, মনের ভক্তিতেই পালন করেন শিবরাত্রি।

তবে পূজা-পার্বণ হোক, বা বিভিন্ন উৎসবের সেলিব্রেশন, সাধারণ মানুষের সঙ্গে পালন করেন ধারাবাহিকের চরিত্রেরা। আর এবার শিমুল, জগদ্ধাত্রী, ফুলকি, পর্ণা, শ্যামলী, রাধা, রাই, মিলি, তিতিররা সকলের মঙ্গলকামনায় পালন করতে চলেছে শিবরাত্রির পুজো। তবে কেবল তারাই নয়, এই দু’দিন ধরে জি বাংলা জুড়ে মহাধুমধামে শিবরাত্রির উদযাপনে অংশ নিতে পারবেন আপনারাও।

১০ এবং ১১ই মার্চ সমস্ত ধারাবাহিকের চরিত্রেরা মিলিত হবেন এই উৎসবে। সাড়ম্বরে শিবরাত্রি পালিত হবে আপনার প্রিয় সব শো-এ। আর সেই অনুষ্ঠানে অংশ নিতে হলে এই দু’দিন আপনাকে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।